Advertisement

Pornography case: খারিজ রাজ কুন্দ্রার আবেদন, আপাতত জেলেই কাটাতে হবে

বুধবার ২৮ জুলাই রাজের আইনজীবী ম্যাজিস্ট্রেট তাঁর জন্য সাময়িক জরুরি জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়। এর মধ্যে ক্রাইম ব্রাঞ্চ আদালতে জানিয়েছে, রাজ ও তাঁর সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে।

রাজ কুন্দ্রা
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 28 Jul 2021,
  • अपडेटेड 4:32 PM IST
  • মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চ জানায়, এখনই শিল্পাকে ক্লিনচিট দিতে নারাজ তারা।
  • প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে।
  • খারিজ রাজ কুন্দ্রার আবেদন, আপাতত জেলেই কাটাতে হবে

পর্নোগ্রাফিক কনটেন্ট (Pornographic Content) তৈরির অভিযোগে বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রাকে (Raj Kundra) গ্রেফতার করেছে মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ (Mumbai Police Crime Branch)। পুলিশের অভিযোগ, পর্ন ছবি তৈরি করে তা বিভিন্ন অ্যাপের মাধ্যমে ছবিয়ে দিতেন ইন্টারনেটে। যথেষ্ট তথ্য-প্রমাণও রয়েছে পুলিশের হাতে, এমনটাই দাবি করেছে মুম্বই পুলিশের সাইবার ক্রাইম ব্রাঞ্চ। মুম্বইয়ের মালবানি থানায় ভারতীয় দণ্ডবিধির ৩৯২, ৩৯৩, ৪২০, ৩৪, আইটি অ্যাক্টের ৬৭ এবং ৬৭ A, তার সঙ্গে Indecent Representation of Women (Prohibition) Act-এর ২G, ৩, ৪, ৬, এবং ৭ ধারায় মামলা রুজু করা হয়েছে।

মঙ্গলবার পর্নোগ্রাফি মামলায় রাজ কুন্দ্রাকে আপাতত ১৪ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিল বম্বে হাইকোর্ট। বুধবার ২৮ জুলাই রাজের আইনজীবী ম্যাজিস্ট্রেট তাঁর জন্য সাময়িক জরুরি জামিনের আবেদন জানিয়েছিলেন। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয়। এর মধ্যে ক্রাইম ব্রাঞ্চ আদালতে জানিয়েছে, রাজ ও তাঁর সহকারী রায়ান থর্পের চ্যাট থেকে অ্যাপ ‘হটশটস’-এর আর্থিক লেনদেনের তথ্য পাওয়া গিয়েছে। ২০২০-র অগস্ট মাস থেকে ডিসেম্বরের মধ্যে পর্ন-ব্যবসা বাবদ অন্তত ১ কোটি ১৭ লক্ষ টাকা আয় হয়েছে রাজের।

মামলায় প্রথম চার্জশিট জমা করল মুম্বই পুলিশ। যেখানে রাজের অপর একটি অ্যাপ ‘বলিফেম মিডিয়া লিমিটেড’-এর সমস্ত আর্থিক লেনদেনের উল্লেখ রয়েছে। জানা গিয়েছে, সেই অ্যাপের মাধ্যমে কত আয় হতে পারে, তার একটা পরিকল্পনা করা হয়েছিল। ২০২৩-২৪ সালের মধ্যে ১৪৬ কোটি টাকা আয় এবং ৩৪ কোটি টাকা লাভের পরিকল্পনা ছিল রাজ কুন্দ্রার। ২০২১-২২ সালে ৩৬ কোটির বেশি এবং ২০২২-২৩ ৭৩ কোটির বেশি টাকা আয়ের আশা করেছিল রাজের সংস্থা।

গত শুক্রবার রাজ কুন্দ্রার জুহুর বাংলোয়া তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের সময় শিল্পা শেঠিকে প্রথমে এই মামলা থেকে নিষ্কৃতি দেওযার কথা জানালেও, মঙ্গলবার ক্রাইম ব্রাঞ্চ জানায়, এখনই শিল্পাকে ক্লিনচিট দিতে নারাজ তারা। প্রয়োজনে আবার জিজ্ঞাসাবাদ করা হতে পারে তাঁকে। রাজের ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলির আর্থিক লেনদেনের তথ্য বার করার জন্য ক্রাইম ব্রাঞ্চ কয়েক জন ফরেন্সিক অডিটরকে নিযুক্ত করেছে।

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement