'হম দো হামারে বারাহ' (Hum Do Hamare Baarah) ছবিটি মুক্তির আগেই একগুচ্ছ বিতর্কের মধ্যে রয়েছে। ছবির পোস্টার নিয়ে তোলপাড় চলছে। ছবিটির বিষয়বস্তু মুসলিম সম্প্রদায়ের ক্রমবর্ধমান জনসংখ্যার সঙ্গে সম্পর্কিত বলে জানা গেছে। লোকজন বলছেন, ছবিটির মাধ্যমে মুসলিম সম্প্রদায়কে টার্গেট করেছেন পরিচালক। এখন ছবির পরিচালক কমল চন্দ্র এবং প্রধান অভিনেতা অনু কাপুর পোস্টার নিয়ে বিতর্কের বিষয়ে তাদের ব্যাখ্যা দিয়েছেন।
কোনও একটি সম্প্রদায়কে টার্গেট করা হল?
‘হম দো হামারে বারাহ’-এর পোস্টার ভালো করে লক্ষ্য করলে তাতে একটি সম্প্রদায়কে দেখিয়ে দেশের জনসংখ্যা বৃদ্ধির কারণ বলা হয়েছে। পোস্টারে একজন মুসলিম মহিলাকে বোরখা পরা অবস্থায় দেখা যাচ্ছে। তার কোলে একটি ছোট শিশু রয়েছে এবং সে গর্ভবতী। পোস্টারে টুপি পরা একজনকেও দেখা যায়। ছবির নাম পোস্টারে বড় অক্ষরে লেখা আছে 'হম দো হামারে বাহ'- শিগগিরই চিনকে ছাড়িয়ে যাবে।
পোস্টারটি সামনে আসার পরে, অনেকে এটি নিয়ে প্রশ্ন তুলছেন এবং পরিচালককে এই ছবিটি তৈরির কারণ জিজ্ঞাসা করছেন। মানুষ সোশ্যাল মিডিয়াতেও তাদের ক্ষোভ প্রকাশ করছেন।
পোস্টার বিতর্কে সরাসরি কী বললেন?
ইটাইমসের সঙ্গে আলাপচারিতায় ছবির পরিচালক তার ছবির পোস্টার নিয়ে নিজের মতামত দিয়েছেন। তিনি বলেন, 'হাম দো হামারে বারাহ' ছবির পোস্টারটি মোটেও বিতর্কিত নয়। এটাকে সঠিক দৃষ্টিকোণ দিয়ে দেখা উচিত। এই ছবির মাধ্যমে আমরা কোনও সম্প্রদায়কে টার্গেট করছি না। আমি নিশ্চিত যে বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তৈরি ছবিটি দেখলে মানুষ খুব খুশি হবেন। ক্রমবর্ধমান জনসংখ্যা ইস্যুকে কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। এই ছবির মাধ্যমে আমরা কারও অনুভূতিতে আঘাত করব না। কিংবা এই ছবিতে আমরা কারও প্রতি পক্ষপাতিত্ব করছি না।'
পরিচালক আরও বলেন- 'যে কোনও সৃজনশীল মানুষই এমন একটি ছবি করতে এক্সাইটেড হবেন। আজকে একটা সম্প্রদায়ের মানুষ ভাবছেন আমাদের ছবিতে তাদের টার্গেট করা হচ্ছে। আমরা যদি অন্য কোনও সম্প্রদায় নিয়ে এই ছবি তৈরি করতাম, তাহলেও একই কথা বলা হতো।'
পরিচালক আরও বলেন- 'আমি বিশ্বাস করি সিনেমা হল আপনার ভাবনা অন্যের কাছে পৌঁছে দেওয়ার সেরা মাধ্যম। আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি, দয়া করে বিষয়টিকে বড় ইস্যু করবেন না। জনসংখ্যা বিস্ফোরণ একটি গুরুতর বিষয়। এটা আমাদের দেশকে ধ্বংস করছে। এ বিষয়ে চিন্তা না করলে দেশ অগ্রসর হতে পারবে না। জনগণের কাছে আমার আবেদন ছবিটি ও পোস্টার ভালো করে দেখে তার পর সিদ্ধান্ত নিন।'
কী বললেন ছবির অভিনেতা অনু কাপুর?
'হম দো হামারে বারাহ'-এর প্রধান অভিনেতা অনু কাপুরও পোস্টার নিয়ে বিতর্কের বিষয়ে তার প্রতিক্রিয়া জানিয়েছেন। একটি নিউজ পোর্টালের সঙ্গে কথোপকথনে অনু কাপুর বলেছেন- 'বইয়ের প্রচ্ছদ দেখে বিচার করবেন না, ভিতরে কী লেখা আছে। প্রথমে ছবিটি দেখবেন তার পর বোঝার চেষ্টা করবেন নির্মাতারা কী তৈরি করার চেষ্টা করেছেন এই ছবির মাধ্যমে।'