Advertisement

প্রয়াত 'রাম তেরি গঙ্গা মেইলি' খ্যাত অভিনেতা রাজীব কাপুর, শোকের ছায়া বলিউডে

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর (Rajiv Kapoor )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৫৮ বছর। ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোট ভাই তিনি। চেম্বুরের ইনল্যাকস হাস্পারালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। 

প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর
Aajtak Bangla
  • মুম্বই,
  • 09 Feb 2021,
  • अपडेटेड 3:47 PM IST
  • প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর।
  • হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।
  • 'রাম তেরি গঙ্গা মেইলি' ছবিতে তিনি বিশেষ পরিচিতি পেয়েছিলেন।

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত বর্ষীয়ান অভিনেতা রাজীব কাপুর (Rajiv Kapoor )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল  ৫৮ বছর। ঋষি কাপুর এবং রণধীর কাপুরের ছোট ভাই তিনি। চেম্বুরের ইনল্যাকস হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। কিন্তু শেষ রক্ষা হল না। 

নিতু কাপুর তাঁর সোশ্যাল পেজে রাজীব কাপুরের ছবি শেয়ার করে লিখেছেন, " ওঁর আত্মার শান্তি কামনা করি।"


'এক জান হে হাম', 'লাভার বয়', 'আসমান', 'জবরদস্ত' ছবিতে অভিনয় করলেও তিনি সবচেয়ে জনপ্রিয় 'রাম তেরি গঙ্গা মেইলি' (Ram Teri Ganga Maili)। ১৯৮৫ সালের এই রোম্যান্টিক ছবিতে মন্দাকিনীর সঙ্গে জুটি বেঁধেছিলেন অভিনেতা। এছাড়াও 'প্রেম গ্রন্থ' ছবির পরিচালনারও করেছিলেন তিনি। এই ছবিতেই অভিনয় করেছিলেন ঋষি কাপুর। অভিনয়, পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন তিনি। 

রাজ কাপুর ও কৃষ্ণা কাপুরের ছোট ছেলে রাজীব। গত বছরই গত হয়েছেন ঋতু নন্দা ও ঋষি কাপুর। প্রবীণ অভিনেতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বলিউডে। 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement