Advertisement

'এত টাকা আপনার! একটু মানুষের সেবা করুন', কঙ্গনাকে খোঁচা রাখির

সম্প্রতি পাপারাৎজিদের দেখে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তার মাঝেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে খোঁচা দিয়ে বলেন, 'এত কোটি কোটি টাকা আপনার, একটু অক্সিজেন কিনে মানুষকে দিন। একটু সেবা করুন তাঁদের।'

রাখি এবং কঙ্গনা
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 29 Apr 2021,
  • अपडेटेड 1:47 PM IST
  • সোশাল মিডিয়ায় কঙ্গনার যেমন প্রায় সব কিছু নিয়ে বক্তব্য থাকে, রাখি সাওয়ান্তও প্রায় একই রকম।
  • সম্প্রতি পাপারাৎজিদের দেখে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন

সোশাল মিডিয়ায় কঙ্গনার যেমন প্রায় সব কিছু নিয়ে বক্তব্য থাকে, রাখি সাওয়ান্তও প্রায় একই রকম। তিনিও প্রায় সব বিষয়ে বক্তব্য রাখেন, ক্যামেরার সামনে নানা বিষয়ে মন্তব্য করেন। যা নিয়ে বিতর্কও কম হয়নি। সম্প্রতি পাপারাৎজিদের দেখে দেশের করোনা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন রাখি। তার মাঝেই অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতকে খোঁচা দিয়ে বলেন, 'এত কোটি কোটি টাকা আপনার, একটু অক্সিজেন কিনে মানুষকে দিন। একটু সেবা করুন তাঁদের।'

গত কাল বুধবার ২৮ এপ্রিল সোশাল মিডিয়ায় রাখির এই ভিডিও ভাইরাল হয়। নিজের ফ্ল্যাটে ফিরছিলেন রাখি। সে সময় ফটোগ্রাফারদের দেখে গাড়ি থামিয়ে নেমে আসেন। করোনার বিষয়ে নানা মন্তব্য করেন রাখি। কী ভাবে করোনাকে দমন করা যায় সে সম্পর্কে লম্বা-চাওড়া বক্তব্য দিতে শোনা যায় তাঁকে। তার মাঝেই একজন তাঁকে প্রশ্ন করেন, কঙ্গনা বলছিলেন দেশের অবস্থা খুব খারাপ। প্রধানমন্ত্রী ভালো না খারাপ তা নিয়ে কথা বলেছেন কঙ্গনা। অক্সিজেন পাওয়া যাচ্ছে না। আমাদের সবার জন্য, দেশের জন্য আপনি কী বলবেন? উত্তরে রাখি তাঁর স্বভাবসিদ্ধ ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, 'অক্সিজেন পাওয়া যাচ্ছে না? ওহ হো... কঙ্গনাজি আপনির দেশের সেবা করুন না প্লিজ। এত কোটি কোটি টাকা রয়েছে আপনার কাছে। অক্সিজেন কিনে মানুষের কাছে পৌঁছে দিন। আমি তো এটাই করছি।'

 

গত সপ্তাহে রাখির ক্যানসার আক্রান্ত মায়ের অস্ত্রোপচার হয়। চিকিৎসার খরচ বহন করেন বলিউড সুপারস্টার সলমন খান এবং তাঁর ভাই সোহেল খান। অস্ত্রোপচার সফল হওয়ার পর সকলের সামনে হাঁটু মুড়ে সলমনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে বহু বলিউড সেলিব্রিটি মানুষের সাহায্যে এগিয়ে এসেছেন। তাঁদের মধ্যে সকলের আগে রয়েছেন অভিনেতা সোনু সুদ। শুধুমাত্র আর্থিক সাহায্যই নয়, অনেকে সোশাল মিডিয়ার মাধ্যমে জরুরি পরিষেবার নম্বর এবং হাসপাতাল, অক্সিজেন-সহ অনেক কিছু নিয়ে মানুষের সাহায্য করছেন তাঁরা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement