দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) এবং রণবীর সিং (Ranveer Singh) বলিউডের অন্যতম পাওয়ার কাপল (Bollywood Couple)। অনেকের কাছে তাঁরা আদর্শ দম্পতি। তবে বেশ কিছুদিন ধরেই বলিপাড়ার অন্দরে শোনা যাচ্ছে তাঁদের বিচ্ছেদের খবর। স্বাভাবিকভাবেই খবরটি প্রথম আসার পর চমকে গিয়েছিলেন অনেকেই। তবে এখনই 'দীপবীর'-র ফ্যানেদের হতাশ হওয়ার দরকার নেই। কারণ দীপিকা- রণবীর এখনও একসঙ্গে আছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে, দীপিকা স্পষ্ট করেছেন যে, তাঁদের মধ্যে সব কিছু ঠিক আছে।
অনুগামীরা দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে একসঙ্গে দেখতেই চাইছেন। দীপিকার প্রতি তাঁর ভালোবাসার কথা বহুবার প্রকাশ্যে স্বীকার করেছেন রণবীর। যদিও দীপিকাকে প্রকাশ্যে তাঁর সম্পর্ক নিয়ে কম কথা বলতে দেখা যায়। তবে হ্যাঁ, রণবীরের প্রতি তাঁর ভালবাসা দেখা যায় তাঁর নীরবতায়। একটি ট্যুইটের মাধ্যমে দু’জনের বিবাহবিচ্ছেদের খবর প্রচারিত হয়। কিন্তু দু'জনের কেউই এবিষয় কোনও প্রতিক্রিয়া জানাননি।
টাইমস নাও ডটকমের একটি প্রতিবেদন অনুসারে, মেগান মার্কেলকে দেওয়া একটি সাক্ষাৎকারে দীপিকা বলেন যে, তিনি কিছু সময় ধরে কাজ নিয়ে খুব ব্যস্ত ছিলেন। একইসঙ্গে, রণবীর সিংও কাজের সূত্রে বেশ কিছু দিন বাড়ি থেকে দূরে রয়েছেন। দীপিকা বলেন, "আমার স্বামী এক সপ্তাহ ধরে একটি গানের অনুষ্ঠানে ব্যস্ত ছিলেন। সে সবেমাত্র বাড়িতে এসেছে। আমার মুখ দেখে ও খুব খুশি হবে।"
এর আগে রণবীর সিংয়ের একটি ছবিতে মন্তব্য করেছিলেন দীপিকা। যা দেখে বোঝা যায়,রণবীরের প্রতি তাঁর ভালোবাসা। আশা করা যায়, রণবীর- দীপিকার বিবাহ বিচ্ছেদের খবর সত্যি না এবং এটি নিঃসন্দেহে জুটির ফ্যানেদের জন্য দারুণ খবর। তবে তাঁদের রসায়ন বাস্তবে কতটা মজবুত, তা সময়ই বলবে।