Advertisement

Salman Khan- Ashneer Grover: ফের কোটিপতি ব্যবসায়ীকে একহাত নিলেন সলমন! 'বিগ বস'-এ এট্রি হল অশনীরের

Bigg Boss 18: সম্প্রতি 'বিগ বস'-র একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। যা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রোমোতে দেখা যাচ্ছে, অশনীরের পুরনো কিছু মন্তব্য নিয়ে সলমন তাঁকে একহাত নিচ্ছেন।

অশনীর গ্রোভার- সলমন খান
Aajtak Bangla
  • মুম্বই,
  • 16 Nov 2024,
  • अपडेटेड 12:01 PM IST

'শার্ক ট্যাঙ্ক ইন্ডিয়া' সিজন ১ খ্যাত ব্যবসায়ী অশনীর গ্রোভার বর্তমানে কী করছেন তা জানতে আগ্রহী অনেকেই। সোশ্যাল মিডিয়ায় নজর রাখলেও তা দেখা যায়। অশনীর তাঁর তীক্ষ্ণ মনোভাব এবং তাঁর সংলাপ 'দোগলাপন'-র জন্য সবচেয়ে জনপ্রিয়তা পান। এবার সলমন খানের শো 'বিগ বস'-র নতুন সিজনে পৌঁছেছেন তিনি। 

সম্প্রতি 'বিগ বস'-র একটি নতুন প্রোমো প্রকাশ্যে এসেছে। যা, ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। প্রোমোতে দেখা যাচ্ছে, অশনীরের পুরনো কিছু মন্তব্য নিয়ে সলমন তাঁকে একহাত নিচ্ছেন। বলিউডের ভাইজান, ব্যবসায়ীকে  বলেন, "আমি শুনেছি আপ্নি আমার সম্পর্কে কিছু কথা বলেছেন। আপনি বলেছিন যে, আমায় এত টাকা পারিশ্রমিকের বিনিময় সই করিয়েছেন। ভুল পরিসংখ্যান দিয়েছেন। তাহলে এই ভন্ডামি কিসের?" 

এর জবাবে অশনীর স্পষ্ট করে বলেন, "আপনাকে আমার কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর করা আমার সবচেয়ে স্মার্ট পদক্ষেপ ছিল।" সলমন তাঁকে বাধা দিয়ে বলেন, "আমি আপনার ভিডিও দেখেছি, আপনি ভিডিওতে যেভাবে বলেছেন এবং আপনি এখানে যেভাবে বলছেন, দুই ক্ষেত্রে আচরণগত তফাৎ রয়েছে।"

সলমনের কথার জবাবে অশনীর বলেন, "পডকাস্টে আমি যা বলেছি তা সম্ভবত ভুল ব্যাখ্যা করা হয়েছে।" সলমন সে সময় কিছু বিরক্ত হন। যা দেখে তাঁর মুখ ফ্যাকাশে হয়ে যায়। আসলে সলমন খান অশনীরের প্রাক্তন কোম্পানি 'ভারত পে'-এর একটি বিজ্ঞাপন করেছিলেন। যার জন্য তিনি নিজেই সলমনের কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। অনেক সাক্ষাৎকারে সলমনের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা উল্লেখ করেন অশনীর।

 

একটি পডকাস্ট চলাকালীন, অশনীর সলমনের সঙ্গে অর্থ চুক্তি এবং তাঁর সঙ্গে  প্রথম দেখা সম্পর্কে কথা বলেছেন। কথোপকথনে তিনি সলমন সম্পর্কে বলছিলেন যে তিনি কেমন মানুষ। এই পুরনো ভিডিওতে, অশনীরকে দেখা যায় সলমন খানকে তাঁর কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কথা বলতে। প্রকাশ্যে বলিউড অভিনেতার পারিশ্রমিককে নিশানা করতে দেখা যায় তাঁকে। যার ফলে কিছুটা চটেছিলেন সলমন। 

Advertisement

প্রসঙ্গত, চলছে 'বিগ বস'-র সিজন ১৮। এই জনপ্রিয় নন- ফিকশন শোতে অশনীরের প্রবেশের কারণ এখনও জানা যায়নি। তিনি ওয়াইল্ড কার্ডের মাধ্যমে এই বিগ বস হাউজে ঢুকেছেন বলে মনে করা হচ্ছে। এবার দেখার আর কী কী চমক মেলে।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement