Advertisement

Salman Khan: খালি গায়ে ছবি শেয়ার করলেন সলমন, Ex-গার্লফ্রেন্ডের কমেন্ট...

Salman Khan: জিমে ওয়ার্কআউট করার সময় নিজের শার্টলেস ছবি শেয়ার করেছেন দাবাং খান। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে জিম। বিয়িং হিউম্যান ক্যাপে মুখ ঢাকা রয়েছে অভিনেতার।

বলিউড সুপারস্টার সলমন খানবলিউড সুপারস্টার সলমন খান
Aajtak Bangla
  • কলকাতা,
  • 21 Dec 2021,
  • अपडेटेड 6:20 PM IST
  • সলমন খানকে অনেকেই ফিটনেস আইডল বলে মনে করেন।
  • যখনই সলমন শার্টলেস হয়েছেন, তখনই শিরোনামে এসেছেন।
  • শার্টলেস হয়ে ফ্যানেদের মনে ঝড় তুললেন সলমন খান।

বলিউড সুপারস্টার সলমন খানকে (Salman Khan) ফিটনেস আইডল মনে করা হয়। সলমনই অ্যাবস এবং শার্টলেস হওয়ার ট্রেন্ড শুরু করেছিলেন। পর্দায় হোক কিংবা বাস্তব জীবন, যখনই সলমন শার্টলেস হয়েছেন, তখনই শিরোনামে এসেছেন। আবারও শার্টলেস হয়ে ফ্যানেদের মনে ঝড় তুললেন সলমন খান।

জিমে ওয়ার্কআউট করার সময় নিজের শার্টলেস ছবি শেয়ার করেছেন দাবাং খান। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে জিম। বিয়িং হিউম্যান ক্যাপে মুখ ঢাকা রয়েছে অভিনেতার। তবে তাঁর অ্যাবস দৃশ্যমান। ছবিটি শেয়ার করে সলমন ক্যাপশনে লিখেছেন,"এই বিয়িং হিউম্যান টুপিটা দারুণ না?" 

 

আরও পড়ুন

 

সলমন খানের ফিটনেসে যেন চোখ আটকেছে নেটিজেনদের। তবে শুধু অনুরাগীরাই নয়, ছবিতে কমেন্ট করেছেন তাঁর প্রাক্তন বান্ধবী সঙ্গীতা বিজলানিও (Sangeeta Bijlani)। ক্যাপশনে আগুনের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। 

অভিনেতার এক ফ্যান লিখেছেন- "কী মজা করছেন। আপনি শার্টলেস হলে কোন বোকা টুপির দিকে মনোযোগ দেবেন?" আরেক নেটিজেন লিখেছেন, "পূর্ব হোক কিংবা পশ্চিম, ভাইয়ের বডি এবং টুপি সেরা"।

সলমনপ্রেমীদের মন্তব্য তো ঠিকই আছে। কিন্তু সঙ্গীতা বিজলানির মন্তব্য সকলের নজর কেড়েছে। নয়ের দশকে এই জুটির সম্পর্ক যথেষ্ট আলোচিত। সলমনের সঙ্গে বিচ্ছেদের পর সঙ্গীতা, ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনকে বিয়ে করেন। ২০১০ সালে তাঁদের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পরেও সলমন ও সঙ্গীতা ভাল বন্ধু হিসেবেই নিজেদের পরিচয় দেন।

 

Read more!
Advertisement
Advertisement