Advertisement

করোনার জেরে কি ওটিটি-তে মুক্তি গাঙ্গুবাইয়ের? বাড়ছে জল্পনা

গত বছর করোনা পরিস্থিতিতে সুজিত সরকারের গুলাবো সিতাবো, অনুরাগ বসুর লুডো-র মতো মাল্টি স্টারকাস্ট ছবি ওটিটিতেই মুক্তি পেয়েছিল। তাতে দর্শকদের যথেষ্ট ভালো সাড়াও মিলেছিল। এই কথা মাথায় রেখেই গাঙ্গুবাইয়ের মুক্তি ওটিটিতে করার কথা ভাবছেন সঞ্জয়।

গাঙ্গুবাইয়ের চরিত্রে আলিয়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Apr 2021,
  • अपडेटेड 3:07 PM IST
  • আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি
  • করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আপাতত তা বিশ বাঁও জলে।

একশো শতাংশ আসনে টিকিট বিক্রির নির্দেশিকাও এসে গিয়েছিল। ধীরে ধীরে মুক্তি পাচ্ছিল একের পর এক আটকে থাকা ছবি। কিন্তু আশার জাগিয়েও করোনার জেরে একের পর এক ছবির মুক্তি অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে। আগামী ৩০ জুলাই মুক্তি পাওয়ার কথা ছিল পরিচালক সঞ্জয় লীলা বনশালীর গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে আপাতত তা বিশ বাঁও জলে।

টিজার মুক্তি পাওয়ার পর থেকে ছবি ঘিরে দর্শকদের প্রচুর প্রত্যাশা তৈরি হয়েছিল। ছবিতে নাম ভূমিকায় অভিনয় করছেন আলিয়া ভাট। টিজার দেখেই অভিনেত্রীকে প্রশংসায় ভরিয়েছিলেন সকলে। ছবি মুক্তি পাওয়ার আগেই অবশ্য আইনি জটিলতাও দেখা দিয়েছে। কিন্তু সে সব বাদ দিয়েই ছবি মুক্তির দিকে তাকিয়ে ছিলেন দর্শকরা। কিন্তু সেটা খুব শীঘ্রই হচ্ছে না তা এক প্রকার পরিষ্কার। মাঝে করোনায় আক্রান্ত হন সঞ্জয়, আলিয়া দুজনেই। ফলে কাজ বেশ কিছু দিন থমকে ছিল। এ বার আঘাত এল করোনার কাছ থেকে। তবে খুব বেশি দিন ছবির মুক্তি আটকে রাখতে চান না সঞ্জয়। সূত্রের খবর, করোনা পরিস্থিতির দিকে তাকিয়ে তিনি ওটিটিতে ছবির মুক্তির সিদ্ধান্ত নিতে পারেন।

 

গত বছর করোনা পরিস্থিতিতে সুজিত সরকারের গুলাবো সিতাবো, অনুরাগ বসুর লুডো-র মতো মাল্টি স্টারকাস্ট ছবি ওটিটিতেই মুক্তি পেয়েছিল। তাতে দর্শকদের যথেষ্ট ভালো সাড়াও মিলেছিল। এই কথা মাথায় রেখেই গাঙ্গুবাইয়ের মুক্তি ওটিটিতে করার কথা ভাবছেন সঞ্জয়।

করোনার দ্বিতীয় ঢেউয়ে ফের থমকে গিয়েছে মায়ানগরীর শুটিং ফ্লোর। প্রায় সমস্ত বড় স্টারদের বিগ বাজেট ছবির শুটিং বন্ধ। তালিকায় রয়েছে শাহরুখ খানের পাঠান, সলমন খানের টাইগার ৩, প্রভাসের আদিপুরুষ, আলিয়া ভাটের গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি, রণবীর কাপুরের ব্রহ্মাস্ত্র, অক্ষয়ের পৃথ্বীরাজ। করোনা পরিস্থিতিতে মহারাষ্ট্রে ১৪৪ ধারা জারি করেছে উদ্ধব ঠাকরে সরকার। ফিরেছে জনতা কার্ফুর স্মৃতি। যার জেরেই ফের থমকে গেল বলিউড এবং হিন্দি ধারাবাহিকের শুটিং। একই সঙ্গে এই সমস্ত স্টারদের বড় বাজাটের ছবিও মুক্তি পাওয়ার কথা ছিল চলতি বছরেই। মুক্তির দিনও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সে সমস্তই এখন পিছিয়ে গিয়েছে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement