নারী পুরুষের সমানাধিকার নিয়ে যুগ যুগ ধরে বিতর্ক চলে আসছে। বর্তমান যুগে সর্বক্ষেত্রে নারীরা এগিয়ে গিয়ে সকলের সামনে উদাহরণ সৃষ্টি করছেন, ঠিক সেইসময় '#MeToo' আন্দোলনের জন্যে কর্মরতা মহিলাদেরকে দায়ী করলেন 'শক্তিমান' ও 'মহাভারত' খ্যাত অভিনেতা মুকেশ খান্না। তাঁর এই মন্তব্যে ইতিমধ্যে বিতর্কে ঝড় উঠেছে নেট দুনিয়ায়।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে মুকেশ খান্না বলেছেন, "মহিলাদের আসল কাজই হল ঘর সংসার করা। আমায় ক্ষমা করবেন আমি কখনোও আবার এটা বলে ফেলি। 'MeToo মুভমেন্ট শুরু হয়েছিল কারণ মহিলারা নিজেদেরকে পুরুষের সমান ভাবতে শুরু করেছিলেন"। তাঁর এই মন্তব্যেরে জেরে শোরগোল পড়ে গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।
মহাভারত এবং শক্তিমান এই দুই জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে মুকেশ খান্না দর্শকদের খুব কাছের। তাঁর মতো একজন বড় মাপের অভিনেতার মুখে এই ধরনের লিঙ্গ বৈষম্যের কথা শুনে হতবাক সকলে। চটে গিয়ে নেটিজেনদের অনেকেই শুরু করেছেন প্রতিবাদ। কেউ লিখেছেন উনি অসুস্থ মানসিকতার ব্যক্তি। অন্য একজন লিখেছেন, সবচেয়ে দুঃখজনক আমি আমার ছোটবেলার খুব গুরুত্বপূর্ণ সময় ওঁনার 'শক্তিমান' সিরিয়ালটি দেখে নষ্ট করেছি।
বর্তমান যুগে নারী পুরুষ কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলছেন। তাঁরা যেখানে ঘরে-বাইরের উভয় কাজ সামলাচ্ছেন সমদক্ষতায় সেইখানে মুকেশ খান্নার মতো একজন প্রবীণ অভিনেতার এইরকম চিন্তাধারা নিয়ে প্রশ্ন তুলেছেন সকলে।