Advertisement

Sahitya AajTak Kolkata 2024: 'শোলে আর দিওয়ার আমি সারাজীবনে দেখিনি', তাজ্জব করা কারণ জানলেন শত্রুঘ্ন

শত্রুঘ্ন সিনহা তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। রবিবার সাহিত্য আজতক কলকাতার মঞ্চে তিনি জানালেন, 'শোলে' ও 'দিওয়ার' সিনেমায় অমিতাভ বচ্চনের বিখ্যাত চরিত্রগুলি প্রথমে তাঁর কাছেই এসেছিল। কিন্তু সময়ের অভাবে তিনি এই দু'টি সিনেমা ছেড়ে দিতে বাধ্য হন।

শত্রুঘ্ন সিনহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 18 Feb 2024,
  • अपडेटेड 4:31 PM IST
  • শত্রুঘ্ন সিনহা তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। রবিবার সাহিত্য আজতক কলকাতার মঞ্চে তিনি জানালেন, 'শোলে' ও 'দিওয়ার' সিনেমায় অমিতাভ বচ্চনের বিখ্যাত চরিত্রগুলি প্রথমে তাঁর কাছেই এসেছিল।
  • শত্রুঘ্ন সিনহা জানান, 'শোলে' সিনেমায় 'জয়' চরিত্রটি প্রথমে তাঁকেই করার প্রস্তাব দেওয়া হয়েছিল। রমেশ সিপ্পি, সিনেমার পরিচালক, তাঁর বইতেও এই বিষয়ে লিখেছেন।
  • শত্রুঘ্ন সিনহা বলেন, 'আমি অত্যন্ত খুশি যে, আমি 'শোলে' ও 'দিওয়ার' ছেড়ে দেওয়ার ফলেই আজ দেশ অমিতাভ বচ্চনের মতো এত বড় তারকাকে পেয়েছে।'

শত্রুঘ্ন সিনহা তাঁর দীর্ঘ কর্মজীবনে অসংখ্য স্মরণীয় চরিত্রে অভিনয় করেছেন। রবিবার সাহিত্য আজতক কলকাতার মঞ্চে তিনি জানালেন, 'শোলে' ও 'দিওয়ার' সিনেমায় অমিতাভ বচ্চনের বিখ্যাত চরিত্রগুলি প্রথমে তাঁর কাছেই এসেছিল। কিন্তু সময়ের অভাবে তিনি এই দু'টি সিনেমা ছেড়ে দিতে বাধ্য হন।

শত্রুঘ্ন সিনহা জানান, 'শোলে' সিনেমায় 'জয়' চরিত্রটি প্রথমে তাঁকেই করার প্রস্তাব দেওয়া হয়েছিল। রমেশ সিপ্পি, সিনেমার পরিচালক, তাঁর বইতেও এই বিষয়ে লিখেছেন। কিন্তু তখন শত্রুঘ্ন সিনহার হাতে প্রচুর কাজ ছিল। সময়-ই পাচ্ছিলেন না।

এদিকে শোলে সিনেমার শ্যুটিংয়ের জন্য অনেক ডেট ফিক্স করা ছিল। শত্রুঘ্ন সিনহার জন্য অনেকদিন অপেক্ষাও করা হয়েছিল। কিন্তু তিনি শ্যুটিংয়ের জন্য ডেট দিতে পারেননি। এরপর তাঁর জায়গায় অমিতাভ বচ্চনকে নেওয়া হয়।

'দিওয়ার' সিনেমার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছিল। এই সিনেমায়ও শত্রুঘ্ন সিনহাকে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সময়ের অভাবে তিনি এই সিনেমাও ছেড়ে দিতে বাধ্য হন।

শত্রুঘ্ন সিনহা বলেন, 'আমি অত্যন্ত খুশি যে, আমি 'শোলে' ও 'দিওয়ার' ছেড়ে দেওয়ার ফলেই আজ দেশ অমিতাভ বচ্চনের মতো এত বড় তারকাকে পেয়েছে।'

শত্রুঘ্ন সিনহার আফসোস:
শত্রুঘ্ন সিনহা আরও বলেন, 'কিন্তু ওই একই কারণে আমি আজ পর্যন্ত 'শোলে' ও 'দিওয়ার' দেখিনি। ওই আফসোস থেকেই। এত বড় সিনেমা ছেড়ে দেওয়ার কারণে আফসোস হয়। কিন্তু আমি সিনেমার নির্মাতা ও অভিনেতাদের জন্য খুশি। অমিতাভ বচ্চনের জন্য খুশি। কিন্তু এত ভাল সিনেমা ছেড়ে দিয়েছি ভেবে আজ পর্যন্ত 'শোলে' ও 'দিওয়ার' দেখিনি। তবে সবার কাছে অবশ্যই শুনি যে সেই সিনেমা কতটা ভাল হয়েছিল।'

অমিতাভ বচ্চনের পরিবর্তে জয়ের চরিত্রে যদি শত্রুঘ্ন সিনহাকে দেখতেন, তাহলে কেমন লাগত?

Advertisement

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement