Advertisement

Sherlyn Chopra: শার্লিনের বিরুদ্ধে ৫০ কোটির মানহানির মামলা রাজ-শিল্পার

রাজ এবং শিল্পার পাঠানো মানহানির মামলায় শার্লিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা এবং ৫০ কোটি টাকার দাবি করা হয়েছে। পাবলিক প্ল্যাটফর্মে ক্রমাগত অত্যন্ত অপমানজনক মন্তব্য করার জন্য এই চিঠি পাঠানো হয়েছে। রাজ-শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল এই চিঠি পাঠিয়েছেন। চিঠির বয়ানে লেখা হয়েছে, 'রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি সম্পর্কে শার্লিন চোপড়া যে সমস্ত অভিযোগ এবং মন্তব্য করেছেন তার কোনও ভিত্তি নেই। সবই সাজানো, মিথ্যে, ভুয়ো কল্পনামিশ্রিত, কোনও প্রমাণ নেই।

রাজ-শিল্পা, শার্লিন চোপড়া
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 19 Oct 2021,
  • अपडेटेड 8:51 PM IST
  • এর আগে অবশ্য নিঃশর্তে মামলা তুলে নেওয়ার জন্য রাজ এবং শিল্পার কাছ থেকে শার্লিন ৪৮ লক্ষ টাকা দাবি করেছেন।
  • এমনটাও জানানো হয়েছে এই নোটিশে।
  • যদিও এই নোটিশ নিয়ে শার্লিনের তরফ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি।

অভিনেত্রী শার্লিন চোপড়ার (Sherlyn Chopra) একের পর এক অভিযোগ এবং মন্তব্যের পর এ বার রাজ কুন্দ্রা (Raj Kundra) এবং শিল্পা শেঠি (Shilpa Shetty) তাঁর বিরুদ্ধে ৫০ কোটি টাকার মানহানির মামলা করলেন। মঙ্গলবারই এ সংক্রান্ত চিঠি পৌঁছেছে শার্লিনের কাছে। প্রসঙ্গত, পর্ন কাণ্ডে রাজ কুন্দ্রা গ্রেফতার হওয়ার পর থেকে বহুবার রাজ এবং শিল্পার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেন শার্লিন। সপ্তাহ খানেক আগে রাজ এবং শিল্পার বিরুদ্ধে শারীরিক এবং মানসিক নির্যাতন ও জালিয়াতির লিখিত অভিযোগ দায়ের করেন শার্লিন।

রাজ এবং শিল্পার পাঠানো মানহানির মামলায় শার্লিনের কাছ থেকে ক্ষমা প্রার্থনা এবং ৫০ কোটি টাকার দাবি করা হয়েছে। পাবলিক প্ল্যাটফর্মে ক্রমাগত অত্যন্ত অপমানজনক মন্তব্য করার জন্য এই চিঠি পাঠানো হয়েছে। রাজ-শিল্পার আইনজীবী প্রশান্ত পাটিল এই চিঠি পাঠিয়েছেন। চিঠির বয়ানে লেখা হয়েছে, 'রাজ কুন্দ্রা এবং শিল্পা শেঠি সম্পর্কে শার্লিন চোপড়া যে সমস্ত অভিযোগ এবং মন্তব্য করেছেন তার কোনও ভিত্তি নেই। সবই সাজানো, মিথ্যে, ভুয়ো কল্পনামিশ্রিত, কোনও প্রমাণ নেই। এমনকী শার্লিন নিজেও সে কথা জানেন। তিনি এই এইভিযোগ এবং মন্তব্য করেছেন রাজ এবং শিল্পার সম্মান হানি এবং তাঁদের কাছ থেকে টাকা আদায়ের উদ্দেশ্য নিয়ে।'

 

এর আগে অবশ্য নিঃশর্তে মামলা তুলে নেওয়ার জন্য রাজ এবং শিল্পার কাছ থেকে  শার্লিন ৪৮ লক্ষ টাকা দাবি করেছেন। এমনটাও জানানো হয়েছে এই নোটিশে। যদিও এই নোটিশ নিয়ে শার্লিনের তরফ থেকে এখনও কোনও বিবৃতি আসেনি।

চলতি বছরের মার্চ মাসে শার্লিন চোপড়া পুলিশের কাছে অভিযোগ জানান, রাজ কুন্দ্রা তাঁকে 'হটশটস' (Hotshots) অ্যাপের কনটেন্ট বানানোর জন্য অনুরোধ করেন। তবে নিয়ে রাজকে না করে দেন, কারণ কনটেন্টগুলি তাঁর অত্যন্ত নিম্নমানের মনে হয়। শার্লিন বলেন, ২০১৯ সালের মার্চ মাসে তাঁর ম্যানেজারের কাছে ' দ্য শার্লিন চোপড়া অ্যাপ' বানানোর একটি প্রস্তাব দেন রাজ কুন্দ্রা। এই অ্যাপের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ তাঁর থাকবে বলেও জানানো হয় অভিনেত্রীকে।

Advertisement

অভিনেত্রী আরও যোগ করেন, সেই সময় 'আর্মসপ্রাইম'-র সঙ্গে তাঁর একটি চুক্তি ছিল, যার প্রতিষ্ঠাতা ছিলেন রাজ কুন্দ্রা। তবে পরে এই চুক্তির রিনিউ তিনি করেননি কারণ, আরও অন্যান্য মডেলদের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করেননি তিনি। শুধু তাই নয়, চুক্তি শেষ হয়ে যাওয়ার পরে, সমস্ত কনটেন্ট ডিলিট করে দিতে বলা হয় তাঁকে। তবে সেই সময় কনটেন্ট এখনও নেট দুনিয়ায় রয়েছে বলে দাবী করেন শার্লিন চোপড়া। কনটেন্ট তৈরি করার সেই সময়, 'চকলেট ভিডিয়ো' নামক একটি ভিডিয়ো বানানোর জন্য 'আর্মসপ্রাইম'-র ক্রিয়েটিভ হেডের সঙ্গেও সমস্যা হয় তাঁর।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement