Advertisement

Sonu Sood: সোনু সুদের ৬টি অফিসে আয়কর দফতরের 'সার্ভে'

অভিনেতা সোনু সুদের (Sonu Sood) কাজের সঙ্গে সম্পর্ক যুক্ত মুম্বইয়ের ছ'টি জায়গায় আয়কর দফতর (IT Department) একযোগে "সার্ভে" করছে। সূত্রের খবর, অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু গড়মিল থাকায় আয়কর দফতর এই সার্ভে করতে পৌঁছায়। সোনু এবং তাঁর সংস্থার মোট ৬টি অফিসে এই সার্ভে চালানো হয়।

সোনু সুদ
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 15 Sep 2021,
  • अपडेटेड 5:31 PM IST
  • এ নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে।
  • করোনার দ্বিতীয় লকডাউনেও দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন সোনু।
  • কোথাও হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসিয়েছে

অভিনেতা সোনু সুদের (Sonu Sood) কাজের সঙ্গে সম্পর্ক যুক্ত মুম্বইয়ের ছ'টি জায়গায় আয়কর দফতর (IT Department) একযোগে "সার্ভে" করছে। সূত্রের খবর, অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু গড়মিল থাকায় আয়কর দফতর এই সার্ভে করতে পৌঁছায়। সোনু এবং তাঁর সংস্থার মোট ৬টি অফিসে এই সার্ভে চালানো হয়।

 

স্কুলের শিক্ষার্থীদের জন্য দিল্লি সরকারের মেন্টরশিপ প্রোগ্রামে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার কয়েক দিন পর সোনুর বাড়িতে সার্ভে করতে পৌঁছাল আয়কর দফতর। যা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। সোনু সুদ সেই বৈঠকের পরে রাজনীতিতে যোগদানের সম্ভাবনা নিয়ে প্রশ্নের উত্তর দিতে অস্বীকার করেছিলেন, বিশেষ করে দিল্লির ক্ষমতাসীন আম আদমি পার্টি-তে (AAP) তাঁর যোগ দিন নিয়ে নানা খবর ছড়িয়েছিল সে সময়। এক সময় এটাও গুজব ছড়িয়েছিল, মুম্বইয়ের আসন্ন নির্বাচনে কংগ্রেসের মেয়র পদপ্রার্থী হতে পারেন সৌনু। তবে অভিনেতা সে সমস্ত খবর গুজব বলে উড়িয়ে দেন।

 

৪৮ বছর বয়সী অভিনেতা মহামারী চলাকালীন তাঁর অক্লান্ত সেবা এবং সাধারণ মানুষের স্বার্থে কাজের জন্য প্রশংসা অর্জন করেছিলেন। বিশেষত গত বছরের লকডাউনে আটকে পড়া বাড়ি ফিরতে মরিয়া পরিযায়ীদের জন্য নিজের উদ্যোগে বাস, বিশেষ ফ্লাইট ভাড়া করে সাধারণ মানুষকে পৌঁছে দিয়েছিলেন গন্তব্যে।

করোনার দ্বিতীয় লকডাউনেও দিন-রাত পরিশ্রম করে সাধারণ মানুষের জন্য কাজ করেছেন সোনু। কোথাও হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসিয়েছেন, কোথাও জীবনদায়ী ওষুধ এবং হাসপাতালের বেডের ব্যবস্থা করেছেন।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement