Advertisement

Amitabh Bachchan: নট বাঁধা শার্টের রহস্য খুললেন স্বয়ং বিগ বি

ঠোঁটে জ্বলন্ত বিড়ি, কাঁধে পেঁচিয়ে রাখা সাদা দড়ি, ডেনিম জিন্স আর গাঢ় নীল রঙের শার্ট কোমরে গিট বাঁধা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া দিওয়ার (Deewar) সিনেমায় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুখে এই সংলাপ শুনে গোটা দেশ পাগল হয়ে গিয়েছিল। প্রকৃত অর্থে তাঁর অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ এই ছবির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল।

অমিতাভ বচ্চন
Aajtak Bangla
  • কলকাতা/মুম্বই,
  • 23 Jun 2021,
  • अपडेटेड 12:54 PM IST
  • ঠোঁটে জ্বলন্ত বিড়ি, কাঁধে পেঁচিয়ে রাখা সাদা দড়ি, ডেনিম জিন্স আর গাঢ় নীল রঙের শার্ট কোমরে গিট বাঁধা।
  • 'পিটার তুম লোগ মুঝে ঢুন্ড রহে হো, অউর ম্যায় ইয়াহাঁ তুমহারা ইন্তেজার কর রাহা হুঁ...'
  • অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুখে এই সংলাপ শুনে গোটা দেশ পাগল হয়ে গিয়েছিল।

'পিটার তুম লোগ মুঝে ঢুন্ড রহে হো, অউর ম্যায় ইয়াহাঁ তুমহারা ইন্তেজার কর রাহা হুঁ...'

ঠোঁটে জ্বলন্ত বিড়ি, কাঁধে পেঁচিয়ে রাখা সাদা দড়ি, ডেনিম জিন্স আর গাঢ় নীল রঙের শার্ট কোমরে গিট বাঁধা। ১৯৭৫ সালে মুক্তি পাওয়া দিওয়ার (Deewar) সিনেমায় অমিতাভ বচ্চনের (Amitabh Bachchan) মুখে এই সংলাপ শুনে গোটা দেশ পাগল হয়ে গিয়েছিল। প্রকৃত অর্থে তাঁর অ্যাংরি ইয়াং ম্যান ইমেজ এই ছবির মাধ্যমেই প্রতিষ্ঠিত হয়েছিল। তার সঙ্গে আরও একটি স্টাইল স্টেটমেন্টও এই আইকনিক দৃশ্যে সারা দেশে প্রবল জনপ্রিয়তা পেয়েছিল, তা হল ওই কোমরে গিট বাঁধা শার্ট। কিন্তু এই গিটের পিছনের আসল রহস্য জানেন? রহস্যের গিট খুললেন স্বয়ং অমিতাভ বচ্চন।

মঙ্গলবার সোশাল মিডিয়ায় সিনেমার ছবি দিয়ে বিগ বি লেখেন, '… those were the days my friend .. and the knotted shirt .. it has a story .. first day of shoot .. shot ready .. camera about to roll .. and the discovery that the shirt has been made too long - beyond the knees .. director could not wait for another shirt or a replaced actor .. so tied it up in a knot and …'

 

'সেও কিছু দিন ছিল বন্ধুরা... এবং সেই নটেড শার্ট .. এর পিছনে এখটা গল্প রয়েছে .. ছবির প্রথম দিনের শুটিং, শট রেডি, ক্যামেরা রোল করা শুরু করবে.. তখনই জানা গেল শার্টটি বিরাট লম্বা .. পরলে হাঁটু ছাড়িয়ে চলে যাচ্ছে .. পরিচালক শট নেওয়ার জন্য অধীর, নতুন শার্টের জন্য অপেক্ষা করতে পারছিলেন না.. তাই কোমরের কাছে একটা গিট দিয়ে দিলাম .. তারপর ..'

Advertisement

তার পর কী হয়েছিল তা সকলেরই জানা। ভারতীয় সিনেমার ইতিহাসে জন্ম নিয়েছিল নতুন সুপারস্টার। তার পর একের পর এক ছবিতে বক্স অফিস থেকে দর্শকদের হৃদয়ে পাকাপাকি স্থান করে নিয়েছিলেন অমিতাভ বচ্চন। আজও সে স্থান অক্ষত, অজেয়।

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement