Advertisement

রিজিজু-র কাছে তাপসীর হয়ে দরবার বরফ্রেন্ড মাথিয়াসের, পেলেন কড়া জবাব

আয়কর রেইডের পর এ বার সোশাল মিডিয়ায় তাপসীর হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু-র (Kiren Rijiju) কাছে সাহায্য চাইলেন মাথিয়াস। তবে রিজিজুর উত্তর তাঁকে হতাশই করেছে।

তাপসীর সঙ্গে মাথিয়াস
Aajtak Bangla
  • কলকাতা,
  • 06 Mar 2021,
  • अपडेटेड 2:23 PM IST
  • আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস
  • বর্তমানে ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচের ভূমিকা পালন করছেন
  • টিম নিয়ে আপাতত সুইৎজারল্যান্ডে অনুশীলনে ব্যস্ত তিনি। সেখানে সুইস ওপেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাঁরা

ফিল্ম কেরিয়ার হোক বা ব্যক্তিগত সম্পর্ক, বরাবরই সোজাসাপ্টা জবাব দেন তাপসী পান্নু (Taapsee Pannu)। সোশাল মিডিয়ায় তিনি নিজেই ডেনিশ বয়ফ্রেন্ড মাথিয়াস বো-র (Mathias Boe) সঙ্গে পরিচয় করিয়েছিলেন। একাধিক টক শো বা সাক্ষাৎকারেও সমাপর্ক নিয়ে খোলামেলা উত্তর দিয়েছেন তাপসী। আয়কর রেইডের পর এ বার সোশাল মিডিয়ায় তাপসীর হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী কিরেন রিজিজু-র (Kiren Rijiju) কাছে সাহায্য চাইলেন মাথিয়াস। তবে রিজিজুর উত্তর তাঁকে হতাশই করেছে।

আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো বর্তমানে ভারতীয় ব্যাডমিন্টন দলের কোচের ভূমিকা পালন করছেন। টিম নিয়ে আপাতত সুইৎজারল্যান্ডে অনুশীলনে ব্যস্ত তিনি। সেখানে সুইস ওপেন প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন তাঁরা। তবে তাপসীর এই খবরে স্বভাবতই বিচলিত হয়েছেন। সোশাল মিডিয়ার মাধ্যমেই তাপসী তাই সাহায্যের হাত বাড়িয়ে দিলেন মাথিয়াস। ক্রীড়ামন্ত্রী রিজিজু-কে ট্যাগ করে একটি টুইট করেন তিনি। তাতে লেখেন, 'খানিকটা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি। দারুণ অ্যাথলিটদের জন্য প্রথমবার ভারতের প্রতিনিধিত্ব করছি, একই সঙ্গে আয়কর বিভাগ তাপসীর বাড়িতে রেইড করছে। তাপসী এবং তাঁর পরিবার এর ফলে অত্যন্ত মানসিক চাপে রয়েছেন। বিশেষ করে ওর বাবা-মা। কিরেন রিজিজু, দয়া করে কিছু করুন।'

কিরেন রিজিজু তাঁর উত্তরে পাল্টা টুইট করে লেখেন, 'দেশের আইনের ঊর্ধ্বে কিছু নয় এবং আমাদের সেটা পালন করা উচিত। এই বিষয়টি তোমার এবং আমার ডোমেনের বাইরে। আমরা ভারতীয় ক্রীড়ার উন্নতির জন্য আমাদের পেশাদার দায়িত্বের প্রতি অবিচল থাকতে হবে।'

গত বুধবার ৪ মার্চ তাপসী, অনুরাগ কশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে-সহ ফ্যান্টম ফিল্মসের শেয়ার হোল্ডারদের বাড়ি এবং অফিস মিলিয়ে ৪টি শহরের মোট ২৮টি জায়গায় রেইড করে আয়কর দফতর। একই দিনে তাপসীর বয়ানও রেকর্ড করা হয়। একটি প্রেস রিলিজে আয়কর দফতর জানায়, বেশ কয়েক শো কোটি টাকার কর ফাঁকি দেওয়ার নানা প্রমাণ ও নথি পাওয়া গেছে রেইডে।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement