Advertisement

হিরের মাস্করেডের পিছনে অভিনেত্রীকে চিনতে পারছেন?

হিরে নারীর সবচেয়ে ভালো বন্ধু! বিশ্বে এমনই একটা ধারণা প্রচলিত আছে বটে। হিরের কত গয়নাগাটি হতে পারে তা নিয়ে জনমানসে একটা ধারণা আছে। হিরে দিয়ে একটা গোটা মাস্করেড তৈরি হবে, এটা ভাবা সকলের কাজ নয়। তবে যাঁরা বলিউডে চলাফেরা করেন তাঁরা অনেক কিছুই ভাবতে পারেন এবং তা বাস্তবে রূপও দিতে পারেন।

উর্বশী রাউতেলা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 13 Apr 2021,
  • अपडेटेड 5:25 PM IST
  • হিরে নারীর সবচেয়ে ভালো বন্ধু!
  • হিরে দিয়ে একটা গোটা মাস্করেড তৈরি হবে, এটা ভাবা সকলের কাজ নয়
  • যাঁরা বলিউডে চলাফেরা করেন তাঁরা অনেক কিছুই ভাবতে পারেন

হিরে নারীর সবচেয়ে ভালো বন্ধু! বিশ্বে এমনই একটা ধারণা প্রচলিত আছে বটে। হিরের কত গয়নাগাটি হতে পারে তা নিয়ে জনমানসে একটা ধারণা আছে। হিরে দিয়ে একটা গোটা মাস্করেড তৈরি হবে, এটা ভাবা সকলের কাজ নয়। তবে যাঁরা বলিউডে চলাফেরা করেন তাঁরা অনেক কিছুই ভাবতে পারেন এবং তা বাস্তবে রূপও দিতে পারেন। যেমনটা দিলেন অভিনেত্রী উর্বশী রাউতেলা। সম্প্রতি নায়িকা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে তাঁকে একটি হিরের তৈরি মাস্করেড পরে দেখা যাচ্ছে।

প্রথম দর্শনে যদিও দেখে বোঝার উপায় নেই যে মাস্করেডের পিছনে মুখটি কার। তবে উর্বশীর পেজের দৌলতে ফ্যানরা চিনেই ফেলেন মাস্করেড কে পিছে কৌন হ্যায়! ভিডিওটি দ্রুত সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। উর্বশী পোস্টে লেখেন যে মাস্করেডটি তিনি পরে রয়েছেন সেটি বেশ ভারী। তিনি লেখেন, 'হিরে দিয়ে তৈরি একটা গোটা মাস্করেড। এটা বেশ ভারী। দয়া করে আমায় দোষ দেবেন না।' কালো স্লিভলেস পোশাকে খোলা চুলে এই অদ্ভুত অবতারে উর্বশীকে দেখে তাঁর বহু ফ্যআন প্রশংসায় ভরিয়েছেন তাঁকে।

 

ভিডিও পোস্ট করার দেরি ছিল খালি। পোস্টের সঙ্গে সঙ্গে তা শেয়ার হতে থাকে হু হু করে। তার সঙ্গে আসতে থাকে হাজার হাজার কমেন্ট। কেউ শুধুমাত্র ইমোজি দিয়েই নিজের মনেরভাব প্রকাশ করেছেন। উর্বশীর প্রায় সব ভিডিও ভাইরাল হয়ে থাকে। এটিও তার ব্যতিক্রম নয়। প্রায় ৩৬ মিলিয়ন ফলোয়ার রয়েছে তাঁর। ফলে বোঝাই যাচ্ছে, ভাইরাল হওয়াটা তাঁর এক প্রকার গা সওয়া হয়ে গিয়েছে। এই পোস্ট ছাড়াও একই সয় তিনি একটি লাল পোশাকে কিছু ছবি পোস্ট করেন। যে গুলিও ভাইরাল হয়ে যায়।

 

Advertisement
Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement