করোনা কালে সারা দেশের বহু মানুষের পাশে দাঁড়িয়েছেন অভিনেতা সোনু সুদ। নিরাপদে বাড়ি পৌঁছে দেওযা হোক, বা ট্রাক্টর কিনে দেওয়া, কাজ হারানো মানুষের রোজগারের ব্যবস্থা করা। করোনা দ্বিতীয় ঢেউয়েও ওষুধ অক্সিজেন হাসপাতালের বেডের ব্যবস্থা করে চলেছেন নিরন্তর। মানুষের তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। তাই কেউ ছেলের নাম রাখছেন, কেউ ব্যবসার নামকরণ করছেন তাঁর নামে। এমনকী সম্প্রতি একটি ভিডিও সামনে এসেছে যেখানে সোনুর নামে একটি মাটনের দোকান খোলা হয়েছে!
দক্ষিণ ভারতের একটি নিউড চ্যানেল এই খবরটি সম্প্রচারিত করে। যেখানে দেখা যাচ্ছে এক ব্যক্তি সোনু-র নামে একটি মাটনের দোকান চালাচ্ছেন। দোকানের সামনে সোনুর বিরাট একটি ছবিও রয়েছে। বিষয়টি সোনু-র নজরে আসতেই তিনিও রিয়্যাক্ট করেন সোশাল মিডিয়ায়। সোশাল মিডিয়ায় সোনু লেখেন, 'আমি একজন নিরামিষাশী। আর আমার নামে মাটনের দোকান! আমি কি এই ব্যক্তিকে শাক-সব্জি নিয়ে কোনও ব্যবসা শুরু করতে সাহায্য করতে পারি...'
পোস্ট মজার ছলেই করেছেন সোনু। তাতে স্মাইল ইমোজিও ব্যবহার করেছেন তিনি। তবে এ কথা সকলেই জানেন, গোটা করোনা কালে সোনু সুদ সাধারণ মানুষের জন্য করেছেন তাতে বহু মানুষ কৃতজ্ঞতায় তাঁকে প্রণাম করেন। হয়তো সে কারণেই সোনু-কে নিয়ে সাধারণ মানুষের মধ্যে এত উন্মাদনা। সম্প্রতি অন্ধ্রপ্রদেশের ২টি সরকারি হাসপাতালে অক্সিজেন প্লান্ট বসানোর কাজ শুরু করেছেন সোনু। গোটা দেশের সমস্ত রাজ্যেই তিনি বিভিন্ন হাসপাতালে এই প্লান্ট বসাতে চান বলে জানিয়েছেন অভিনেতা।