লন্ডনে রাজকীয় ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়ে গেল জেমস বন্ডের সিনেমা (James Bond film) No Time To Die. তারকার মেলায় সিনেমাপ্রেমীদের আলাদা আকর্ষণ ছিল।
এই সিনেমায় শেষবারের মতো ড্যানিয়েল ক্রেগ-কে (Daniel Craig) জেমস বন্ডের (James Bond) ভূমিকায় দেখা যাবে। এর পর তিনি আর বন্ড মুভি করবেন না।
গত বছর এপ্রিল মাসে মুক্তি পাওয়ার কথা থাকলেও বিশ্বজোড়া প্যানডেমিকের ধাক্কায় প্রায় দেড় পর অবশেষে মুক্তি পেল সিনেমাটি।
এর জন্য আপামর সিনেমাপ্রেমী দীর্ঘ দিন ধরে অপেক্ষায় ছিলেন। রয়্যাল অ্যালাবার্ট হলে সিনেমার সমস্ত তারকা এবং কেব্রিজের ডিউক এবং ডাচেস তথা প্রিন্স অফ ওয়েল্স এবং ডাচেস অফ কর্নওয়াল উপস্থিত ছিলেন।
এই প্রথমবার কোনও সিনেমার প্রিমিয়ারে ইংল্যান্ডের রাজ পরিবারের আলাদা আলাদা দুই প্রজন্মের সদস্যরা উপস্থিত ছিলেন।
২০০৬ সালে ব্রিটিশ স্পাই জেমস বন্ডের ভূমিকায় ক্যাসিনো রয়্যাল সিনেমায় প্রথম দেখা যায় ড্যানিয়েল ক্রেগকে।
এর পর কোয়ান্টাম অফ সোলেস, স্কাইফল এবং স্পেক্টার ছবিতেও জেমস বন্ডের ভূমিকায় অভিনয় করেছেন ইতিহাসের 'সবচেয়ে বেটে বন্ড'।
ছবিতে নতুন ব্রিটিশ এজেন্টের ভূমিকায় দেখা যাবে লাশানা লিঞ্চকে। খুব গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন লিয়া সেডো।
ছবিতে মূল ভিলেনের চরিত্রে দেখা যাবে রামি রামি মালেক-কে।
আগামী কাল ৩০ সেপ্টেম্বর ভারতে মুক্তি পাচ্ছে বহু প্রতিক্ষীত সিনেমাটি।