সোমবার প্রয়াত হন বর্ষীয়সী ইতালীয় কিংবদন্তী অভিনেত্রী জিনা লোলোব্রিজিদা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর।
অভিনেত্রী শুধু ইতালি নয়, একসময় গোটা ইউরোপ জুড়ে পুরুষ হৃদয়ে ঝড় তুলেছিলেন। তাঁর অভিনয়, ক্যামেরার সামনে তাঁর শরীরি আবেদন সেই সময় যে কোনও পুরুষকে কাবু করতে পারত। শোনা যায়, একটি ভারতীয় ছবিতে অভিনয় করার প্রস্তাব পেয়েও তিনি পিছিয়ে আসেন। তবে কেন তিনি পিছিয়ে এলেন এর পিছনে থাকা রহস্য আজও স্পষ্ট নয়।
১৯৭৮ সালে শালিমার সিনেমায় ধর্মেন্দ্র, জিনাত আমন, শাম্মি কাপুর, রেক্স হ্যারিসন জন স্যাক্সনদের সঙ্গে কাস্ট করা হয়েছিল যৌনতার প্রতীক হিসাবে পরিচিত জিনা লোলোব্রজিদাকে।
এই সিনেমার মহরৎ-এর জন্য জিনা ইতালি থেকে মুম্বই উড়ে এসেছিলেন এবং সেই সময় সমস্ত সংবাদপত্রে ধর্মেন্দ্র-জিনাত আমনের সঙ্গে তাঁর ছবি প্রকাশিত হয়।
কিন্তু আশ্চর্যের বিষয় শালিমার যখন মুক্তি পেল তখন দেখা গেল যে কোনও অজ্ঞাতকারণবশত লোলোব্রজিদা সেই সিনেমায় অভিনয় করেননি। কিন্তু এর পিছনে থাকা আসল কারণ কী?
সেই সময় গুঞ্জন শোনা গিয়েছিল যে জিনা লোলোব্রিজিদার সঙ্গে ঠাণ্ডা লড়াই শুরু হয়ে যায় জিনাত আমনের, যদিও পরেই গুজবকে উড়িয়ে দেওয়া হয়। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্দরমহলের খবর এই সিনেমার প্রযোজক বানি রুবেন চেয়েছিলেন এই দুই দাপুটে নায়িকার প্রতিদ্বন্দিতাকে কোরিওগ্রাফ করতে।
রুবেনের শালিমার তৈরি করার বইতে একটি অধ্যায়কে উৎসর্গ করা হয়েছে জিনাত-জিনা প্রতিদ্বন্দিতাকে, যার নাম দেওয়া হয় 'দ্য ব্যাটেল অফ দ্য বুবস'।
কিন্তু এই সিনেমার প্রধান চরিত্রে থাকা ধর্মেন্দ্র কিছুতেই মনে করতে পারেননি যে এই ধরনের কোনও প্রতিদ্বন্দিতা ছিল এবং জিনা কেন সিনেমা ছাড়লেন তার প্রকৃত কারণ। তবে সুভাষ কে ঝা নিশ্চিত করে জানিয়েছেন যে প্রাথমিকভাবে জিনা এই সিনেমায় থাকলেও পরে তাঁকে সরিয়ে সিলভিয়া মাইলসকে নেওয়া হয় ওই চরিত্রে।
তবে এই সিনেমা সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। একমাত্র এই সিনেমা চলার কারণ হল আর ডি বর্মনের মিউজিক এবং চিরস্মরণীয় গান। যেগুলি গেয়েছিলেন কিশোর কুমার, লতা মঙ্গেশকর, ঊষা উত্থুপ ও আশা ভোঁসলে।