Advertisement

হলিউড

Oscar 2022: মঞ্চ CODA-র জয়জয়কার, রইল Oscar 2022 সম্পূর্ণ তালিকা

  • 1/10

২০২২ সালের অস্কার (Oscar 2022) স্মরণীয় হয়ে থাকবে ক্রিস রককে (Chris Rock) উইল স্মিথের (Will Smith) সপাটে চড় মঞ্চে। করোনা (Coronavirus)-বিধি মেনে এবারও খানিকটা সংক্ষেপেই হয়েছে অনুষ্ঠান।  প্রথম আটটি পুরস্কার দেওয়া হয়েছে অনলাইনেই।  (সব ছবি: AP)
 

  • 2/10

সেরা ভিজুয়াল এফেক্ট: ডিউন। (‘ফ্রি গাই’, ‘নো টাইম টু ডাই’, ‘শাং চি’ এবং ‘স্পাইডার ম্যান: নো ওয়ে হোম’কে হারিয়ে এই বিভাগে পুরস্কার জিতে নিল ‘ডিউন’)। সেরা কস্টিউম: জেনি বিভান (‘ক্রুয়েলা’ ছবির জন্য)

  • 3/10

সেরা মেক-আপ এবং কেশসজ্জা: দ্য আইজ অব টেমি ফে। সেরা এডিটিং: জো ওয়াকার (‘ডিউন’ ছবির জন্য)। সেরা সিনেম্যাটোগ্রাফি: গ্রেগ ফ্রেজার (‘ডিউন’ ছবির জন্য)
 

  • 4/10

সেরা স্বল্প দৈর্ঘ্যের ছবি: দ্য লং গুডবাই। সেরা প্রোডাকশন ডিজাইন: ডিউন। সেরা সাউন্ড: ডিউন। 

  • 5/10

সেরা গান: বিলি এলিশ (‘নো টাইম টু ডাই’ গানের জন্য)

  • 6/10

সেরা অরিজিন্যাল স্কোর: হান্স জিমার (‘ডিউন’ ছবির জন্য)। সেরা স্বল্প দৈর্ঘ্যের অ্যানিমেশন: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার। 

  • 7/10

সেরা স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল
 

  • 8/10

সেরা তথ্যচিত্র: সামার অব সোল। কাহিনি অবলম্বনে সেরা চিত্রনাট্য: কোডা। সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট। সেরা সহ-অভিনেত্রী: আরিয়ানা ডিবস (‘ওয়েস্ট সাইড স্টোরি’র জন্য)। 

  • 9/10

সেরা সহ-অভিনেতা: ট্রয় কোটসুর (‘কোডা’ ছবির জন্য)। সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাসটেইন (‘দ্য আইজ অব ট্যামি ফায়ে’ ছবির জন্য)

  • 10/10

সেরা অভিনেতা: উইল স্মিথ (‘কিং রিচার্ড’ ছবির জন্য)। সেরা পরিচালক: জেন ক্যামপিয়ন (‘দ্য পাওয়ার অব দ্য ডগ’ ছবির জন্য)। সেরা ছবি: কোডা

Advertisement
Advertisement