মার্কিন পপস্টার রিহানার আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন নেই। তাঁর বিশ্বজোড়া খ্যাতি। তবে সম্প্রতি ভারতে কৃষক আন্দোলন নিয়ে টুইট করার পর তিনি এ দেশেও চর্চার কেন্দ্রে। বলিউড স্টার কঙ্গনা রানাওয়তের সঙ্গে তাঁর টুইট যুদ্ধের কথা সকলেই জানেন।
সোশাল মিডিয়ায় তাঁর ফলোয়ারের সংখ্যা ৯১.৬ মিলিয়ন। এমনিতে জীবনের নানা সময়ে নানা বিতর্কে জড়িয়েছেন। জন্মদিনে রিহানার জীবনের কিছু অজানা-অদেখা বিষয় একটু দেখে নেওয়া যাক।
তাঁর পুরো নাম Robyn Rihanna Fenty। ১৯৮৮ সালে ২০ ফেব্রুয়ারি বার্বেডোজে তাঁর জন্ম।
অভিনয়, গান এবং ফ্যাশনিস্তা হিসাবে তাঁর খ্যাতি জগৎজোড়া। বোল্ড অবতারে মাঝে মধ্যেই সকলকে চমকে দেন রিহানা।
সোশাল মিডিয়ায় অত্যন্ত সক্রিয় থাকেন রিহানা। মাঝে মাঝে ছোটবেলার ছবি পোস্ট করেন রিহানা, যেখানে তাঁকে চেনাই যায় না।
ছোট থেকে কঠিন পরিস্থিতির সঙ্গে লড়াই করতে হয়ে রিহানাকে। মদ্যপ বাবার জন্য প্রায়শই অশান্তি হত।
সংসার চালানোর জন্য রাস্তার ধারে পোশাক বিক্রি করতেন। ১৪ বছর বয়সে বাবা-মায়ের ডিভোর্স হয়। রিহানার দুই ভাইও রয়েছে।
দীর্ঘ সংগ্রামের পর সাফল্যের মুখ দেখেছেন রিহানা।
তিনি যে পর্যায়ে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, এত কম বয়সে খুব কম মানুষই এ জায়গায় পৌঁছতে পারেন।
এখন পর্যন্ত ৯ বার গ্র্যামি, ১৩ বার আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ড, ১২ বার বিলবোর্ড মিউজিক অ্যাওয়ার্ড পেয়েছেন।
এ ছাড়া ৬টি গিনেস বুক রেকর্ডও রয়েছে তাঁর।
ক্রিকেটের সঙ্গে রিহানার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে।
ক্রিকেট খেলোয়াড় ক্রিস জর্ডন এবং কার্লোস ব্রাথওয়েট তাঁর সঙ্গে একই স্কুলে পড়তেন।
রিহানার সমস্ত ছবি তাঁর সোশাল পোস্ট থেকে নেওয়া হয়েছে।