Advertisement

ওটিটি

Hoichoi New Web Series: ষষ্ঠ বছরে পা, দুই বাংলার ২৫ নতুন সিরিজ নিয়ে চমক হইচই-র

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 21 Sep 2022,
  • Updated 9:37 PM IST
  • 1/26

করোনা অতিমারী গোটা বিশ্বকে ডিজিটাল মাধ্যমের গুরুত্ব, অনেকাংশে বুঝিয়েছে। কোভিডের সময় মূলত ডিজিটাল প্ল্যাটফর্মকেই হাতিয়ার করে এগিয়েছে চলচ্চিত্র জগৎ। জনপ্রিয় বাংলা ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) হইচই (Hoichoi), ৬ বছরে পদার্পণ করল। ষষ্ঠ বছরে পা রেখেই দর্শকদের জন্য হইচই উপহার দিতে চলেছে ২৫ নতুন কনটেন্ট (৪ বাংলাদেশ এবং ২১ ভারতের)।

নতুন ওয়েব সিরিজগুলিতে সৃজিত মুখোপাধ্যায়, ধ্রুব বন্দ্যোপাধ্যায়,অনির্বাণ ভট্টাচার্য, সাহানা দত্ত, সৈয়দ আহমেদ শাওকী এবং আশফাক নিপুণের মতো নির্মাতাদের সঙ্গে, এবার প্রথমবার যুক্ত হচ্ছেন অরিন্দম শীল এবং রাজ চক্রবর্তীর মতো নির্মাতারা। পুরনোদের সঙ্গে নতুনভাবে যুক্ত হচ্ছেন টলিপাড়ার অন্যান্য তাবড় শিল্পীরাও। শুধু এপার বাংলা না, ওপার বাংলার জন্যও হইচই-র ঝুলিতে রয়েছে নানা চমক। 

  • 2/26

 * সিরিজ- ইন্দু ২ (Indu 2) 

প্রথম সিজন সফল হওয়ার পর, আসছে 'ইন্দু'-র নতুন সিজন। সাহানা দত্তের লেখা ফ্যামিলি ড্রামা- থ্রিলার 'ইন্দু'-র নতুন সিজনে ফের নজর কাড়বেন ইশা সাহা। এই সিজনে নতুন রহস্য উন্মোচিত হবে।  

  • 3/26

* সিরিজ- প্রফেসর ভূতনাথ (Professor Bhootnath) 

'টিকটিকি'-র  পর, এবার অ্যাডভেঞ্চার, কমেডি এবং ভয়ের মিশেলে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন ধ্রুব বন্দ্যোপাধ্যায়। 'প্রফেসর ভূতনাথ' ও তার দলবল কীভাবে ভূতের অনুসন্ধানে করে, তাই ফুটে উঠবে গল্পে। 

  • 4/26

* সিরিজ- মিস্টার কলকেতা (Mr.Kolketa) 

এই সিরিজে প্রথমবার ফ্রেমবন্দী হবেন ঋত্বিক চক্রবর্তী এবং রাজনন্দিনী পাল। কলকাতা শহরের আনাচে-কানাচে ঘুরে রহস্য উন্মোচন করবেন জুটি।  
 

  • 5/26

 * সিরিজ- বোধ (Bodh) 

একজন অবসরপ্রাপ্ত বিচারক তার অতীতের মুখোমুখি হন। বাংলাদেশের বিশিষ্ট পরিচালক, অমিতাভ রেজা চৌধুরী 'ঢাকা মেট্রো'-র পর 'বোধ' নিয়ে আসছেন হইচই-তে। 
 

  • 6/26

* সিরিজ- মন্টু পাইলট ৩ (Montu Pilot 3)

দেবালয় ভট্টাচার্য পরিচালিত ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজি 'মন্টু পাইলট'-র তৃতীয় সিজনে নতুন চমক নিয়ে ফিরছেন সৌরভ দাস।
 

  • 7/26

* সিরিজ- হস্টেল ডেইজ (Hostel Days) 

বন্ধুত্ব, স্মৃতি, অবিরাম মজা এবং নস্টালজিয়ার গল্প 'হস্টেল ডেইজ'। অনিন্দ্য, রোহন, অর্পণ সহ আরও একদল অভিনেতা মনে করিয়ে দেবেন কলেজ জীবনের আবেগঘন দিনগুলি। 

  • 8/26

* সিরিজ- কায়সার ২ (Kaiser 2) 

প্রথম সিজনে আফরান নিশোকে গেমার এবং অদ্ভুত গোয়েন্দা চরিত্রে দেখা গেছে। কিন্তু তাকে হত্যার দায়ে ফাঁসানো হলে কী হবে? তানিম নূর পরিচালিত 'কায়সার'-র দ্বিতীয় সিজনের থাকবে আরও টানটান উত্তেজনা।  

  • 9/26

* সিরিজ- একেন বাবু ৬ (Eken Babu 6)

বড় পর্দায় একেন বাবুর ব্যাপক সাফল্যের পর, একেনের ষষ্ঠ সিজন নিয়ে ফিরছেন অনির্বাণ চক্রবর্তী। প্রথমবার কলকাতায় একটি মামলার সমাধান করবেন একেন বাবু। 
 

  • 10/26

* সিরিজ- ফেলুদা- ভূস্বর্গ ভয়ংকর (Feluda -Bhuswargo Bhoyonkawr) 

সৃজিত  মুখোপাধ্যায় পরিচালিত, ফেলুদার আরও একটি সিজন আসছে। এবার ফেলুদা রহস্য উন্মোচন করবেন কাশ্মীরে। এবারের গল্প 'ফেলুদা- ভূস্বর্গ ভয়ংকর'।
 

  • 11/26

* সিরিজ- কারাগার ২ (Karagar 2) 

সকলকে চমক দিতে ফের আসছেন সৈয়দ আহমেদ শাওকী ও চঞ্চল চৌধুরী জুটি। দুই বাংলাতেই ব্যাপকভাবে প্রশংসিত 'কারাগার'। এবার আসছে এই সিরিজের দ্বিতীয় সিজন। 
 

  • 12/26

* সিরিজ- গভীর জলের মাছ (Gobhir Joler Maach) 

চার নারী, জটিল সম্পর্ক, মানসিক অশান্তি, অনেকটা ড্রামা এবং একটি হত্যা। এটাই 'গভীর জলের মাছ'-র মূল বিষয়বস্তু। উষসী রায়, অনন্যা সেন, স্বস্তিকা দত্ত, তৃণা সাহা অভিনীত এই সিরিজ, দর্শকদের ভাল লাগবে বলে মনে করছেন নির্মাতারা।  
 

  • 13/26

* সিরিজ- সরকার (Sarkar) 

রাজনীতি, প্রেম এবং বন্ধুত্বের গল্প 'সরকার'। দুই প্রিয় বন্ধুকে এমন একটি অবস্থায় যদি পড়তে হয়, যা প্রতিদ্বন্দ্বিতা দাবি করে, তাহলে? সেটাই ফুটে উঠবে এই সিরিজের গল্পে।  
 

  • 14/26

* সিরিজ- ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhaater Hotel) 

দেবালয় ভট্টাচার্যর পরিচালনায় আসছে হইচই-এর নতুন ওয়েব সিরিজ 'ইন্দুবালা ভাতের হোটেল'। যেখানে মুখ্য চরিত্র 'ইন্দু'র ভূমিকায় দেখা যাবে রাজ ঘরণীকে।  প্রথম লুক প্রকাশ্যে আসার পর শুভশ্রীকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। এক ঝলকে সত্যিই বোঝা যাচ্ছে না পোস্টারের অভিনেত্রী কে। 
 

  • 15/26

* সিরিজ- গোরা ২ (Gora 2)

'ডিফেক্টিভ' ডিটেকটিভ 'গোরা'( ঋত্বিক চক্রবর্তী)-র আরেকটি সিজন নিয়ে ফিরছে। একটি নতুন কেস সমাধান করবে এবার সে। 
 

  • 16/26

* সিরিজ- হ্যালো রিমেম্বার মি (Hello Remember Me)

হইচই-র প্রথম ফ্র্যাঞ্চাইজি সিরিজ, এবার নতুন অবতারে, নতুন জুটিকে নিয়ে আসছে। 'হ্যালো রিমেম্বার মি' একটি পারিবারিক নাটক এবং রোমাঞ্চর মিশেলে তৈরি হবে। মুখ্য চরিত্রে দেখা যাবে ইশা সাহা এবং পায়েল সরকারকে। 

  • 17/26

* সিরিজ- মহানগর:অন্তিম পর্ব (Mohanagar:Antim Pawrbo)

'মহানগর'-র নতুন সিজনে কি ওসি হারুন নিজেকে ছাড়িয়ে নেবেন? আশফাক নিপুণ পরিচালিত 'মহানগর: অন্তিম পর্ব' শীঘ্রই আসছে।  
 

  • 18/26

* সিরিজ- বোধন (Bodhon)

'বোধন'-এ আদ্যপান্ত উঠে আসবে মূলত সমাজ ও নারীকেন্দ্রিক নানা সমস্যার কথা ৷ সিরিজটির পরিচালনার দায়িত্ব রয়েছে অদিতি রায়ের কাঁধে। মুখ্য চরিত্রে রয়েছেন সন্দীপ্তা সেন এবং দিতিপ্রিয়া রায়।  

  • 19/26

* সিরিজ- ব্যোমকেশ ও পিঁজরাপোল (Byomkesh O Pinjrapol) 

এই সিরিজে ব্যোমকেশ রূপে দেখা যাবে অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এখানে তিনি আরও একটি দায়িত্ব সামলাবেন। সিরিজের ক্রিয়েটিভ ডিরেক্টরও তিনি। 'ব্যোমকেশ ও পিঁজরাপোল'-র  গল্পটি ‘চিড়িয়াখানা’ থেকে নেওয়া হয়েছে। 

  • 20/26

 * সিরিজ- ডিএম মল্লিকা (DM Mallika) 

এক বিশেষভাবে সক্ষম মহিলা রাজনীতিবিদের গল্প ফুটে উঠবে এই সিরিজে। ' ডিএম মল্লিকা'-র মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পরিচালনায় ডেবিউ করছেন রাজ চক্রবর্তী। 

  • 21/26

* সিরিজ- শ্রীকান্ত ২ (Srikanto 2)

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী রচনার রূপান্তর, 'শ্রীকান্ত ২' আসছে শীঘ্রই। শ্রীকান্তের চরিত্রে ঋষভ বসু, রাজলক্ষ্মীর চরিত্রে সোহিনী সরকার এবং অভয়ার চরিত্রে মধুমিতা সরকারকে দেখা যাবে।

  • 22/26

* সিরিজ- ত্রৈলোক্য (Troilokkyo)

দেবারতি মুখোপাধ্যায়ের লেখা 'রাঢ় কাহিনী' অবলম্বনে তৈরি হবে 'ত্রৈলোক্য'। এই সিরিজের মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মে পরিচালনায় ডেবিউ করছেন অরিন্দম শীল। ভারতের প্রথম সিরিয়াল কিলার, যে একজন বাঙালি নারী, তাকে কেন্দ্র করেই এই সিরিজের গল্প। 
 

  • 23/26

* সিরিজ- সম্পূর্ণা:দ্য ফাইনাল চ্যাপটার (Sampurna:The Final Chapter)

বৈবাহিক ধর্ষণ, গার্হস্থ্য সহিংসতা এবং সামগ্রিকভাবে সমাজের বিরুদ্ধে সম্পূর্ণার লড়াই অব্যাহত রয়েছে। 'সম্পূর্ণা'-র নতুন সিজন নিয়ে ফিরছেন সোহিনী সরকার, রাজনন্দিনী পালরা।  
 

  • 24/26

* সিরিজ- যোগসূত্র (Jogshutro)

দুর্ঘটনার কবলে পড়ে একটি মেয়ে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে অত্যন্ত প্রভাবশালী পরিবারের সাহায্য। কিন্তু ধীরে ধীরে গোপন তথ্য উন্মোচন হয়। সৌরভ চক্রবর্তীর পরিচালনায় আসছে 'যোগসূত্র'।

  • 25/26

* সিরিজ- দ্য বেঙ্গল স্ক্যাম বীমা:কাণ্ড (The Bengal Scam: Bima Kando) 

হঠাৎ করে রহস্যজনকভাবে মারা যায় অনেক লোক এবং তাদের প্রত্যেকেরই একই কোম্পানির থেকে জীবন বীমা রয়েছে। এই কেলেঙ্কারির পিছনে লুকিয়ে রয়েছে কোন সত্যি? অভিরূপ ঘোষ পরিচালিত এই সিরিজে অভিনয় করবেন কিঞ্জল নন্দ, সোনামণি সাহা, রজতাভ দত্ত। 
 

  • 26/26

* সিরিজ - জাতিস্মর (Jaatishwar) 

একজন নারী তার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে তার পরবর্তী জন্মে। মধুমিতা সরকার অভিনীত এই সিরিজের মূল উপাদান পারিবারিক ড্রামা -থ্রিলার।

Advertisement
Advertisement