এবার ওটিটি প্ল্যাটফর্মে মুখ্য চরিত্রে দেখা যাবে রজতাভ দত্তকে। ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে আসছে তাঁর নতুন ওয়েব সিরিজ 'ইন্সপেক্টর নলিনীকান্ত'। আর্কেডিয়া এন্টারটেইনমেন্টের প্রযোজনায় এবং সৌমিক চট্টোপাধ্যায়ের পরিচালনায় আসছে এই সিরিজ। সম্প্রতি প্রকাশ্যে এসেছে টানটান টিজার।
রজতাভ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করছেন সুব্রত দত্ত, রূপসা চট্টোপাধ্যায়, মিশকা হালিম, ছন্দক চৌধুরী ও গৌতম সরকার। এই সিরিজের কাহিনি লিখেছেন সৌমিক চট্টোপাধ্যায় ও অয়ন ভট্টাচার্য। চিএনাট্য ও সংলাপ লিখেছেন রুদ্র। এছাড়া চিত্রগ্রহণের দায়িত্ব সামলেছেন সৌরভ বন্দ্যোপাধ্যায়।
কেমন হবে 'ইন্সপেক্টর নলিনীকান্ত' গল্প? কলকাতার খ্যাতনামা কসমেটিক সার্জন ডাঃ আদিত্য সেন ও তার স্ত্রী শর্মিলার পনেরোতম বিবাহবার্ষিকীর অনুষ্ঠানে এসেছে আদিত্যের বন্ধু শেখর, যিনি পেশায় উকিল। আদিত্যের ফোনে আদিত্যের রোগী নিশার ফোন ঘন ঘন আসতে থাকে। সেটা দেখে শর্মিলা।
শর্মিলা বেশ কিছু দিন আগে থেকেই আদিত্য ও নিশার সম্পর্কের বিষয়টা জানে। সেটা আদিত্য অস্বীকার করলেও খুব একটা লাভ হয়নি। সেই বিবাহবার্ষিকীর পার্টিতেই আদিত্যকে শর্মিলার অপমান করা বাকিরা বুঝতে না পারলেও বেশ বুঝতে পারে শেখর।
সেমিনারের জন্য আদিত্যর যেদিন মুম্বই চলে যাওয়ার কথা, সেদিনই শর্মিলাকে খুন করে আদিত্য। এরপর গোটা ফ্ল্যাটটাকে এমন ভাবে সাজায় যেন মনে হয়, ডাকাতি করতে এসে ডাকাতরাই খুন করেছে শর্মিলাকে। প্ল্যান অনুযায়ী ঠিক যতক্ষণে পুলিশ জানতে পারবে, আদিত্যর তখন মুম্বইতে পৌঁছে যাওয়ার কথা। নিশা এক্ষেত্রে আদিত্যর পার্টনার-ইন-ক্রাইম।
এই খুনের তদন্ত করতে আসে ক্রাইম ব্রাঞ্চ অফিসার নলিনী কুন্ডু, সঙ্গে তার অ্যাসিস্ট্যান্ট মুস্তাক। নলিনী খবর দেয় আদিত্যকে। তবে শর্মিলা যে এখনও মৃত নয়, কোমাতে আছে, সেটাতেই চমকে যায় আদিত্য।
আদিত্যর ব্যবহার চোখ এড়ায়নি নলিনীর। তদন্ত চলতে থাকে, জট যেন বাঁধতে থাকে আরও। শর্মিলা মাঝে সাড়া না দিলেও, শেষ রক্ষে হয়নি। নলিনীকে কিছু বলার আগেই মারা যায় সে।
নলিনী কি বুঝতে পারবে আদিত্যই আসল খুনি? নাকি এই খুন করে আদিত্য বেঁচে যাবে নলিনীর চোখে ধুলো দিয়ে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই।