'শিকারপুর'-র দারুণ সাফল্যের পর জি ফাইভ বাংলা ওটিটি প্ল্যাটফর্মে আসছে আরও এক নতুন ওয়েব সিরিজ- 'রক্তকরবী'। মুখ্য চরিত্রে রয়েছেন রাইমা সেন ও বিক্রম চট্টোপাধ্যায়।
থ্রিলারধর্মী এই সিরিজ প্রযোজনা করছে সাহানা দত্তের মিসিং স্ক্রু। পরিচালনার দায়িত্বে রয়েছেন সায়ন্তন ঘোষাল। সিরিজের গল্প লিখেছেন সাহানা দত্ত নিজেই।
'রক্তকরবী' -তে অন্যান্য চরিত্রে রয়েছেন শান্তিলাল মুখোপাধ্যায়, ভাস্বর চট্টোপাধ্যায়, তুলিকা বসু, লাবনী সরকার, কিঞ্জল নন্দ, রুকমা রায়, অঙ্গনা রায়, হরিদাস চট্টোপাধ্যায়ের মতো শিল্পীরা।
নাম শুনে অনেকে ভুল করলেও, এই সিরিজটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 'রক্তকরবী' থেকে তৈরি নয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে রহস্য- রোমাঞ্চে ভরপুর ট্রেলার।
সাইকোলজিকাল থ্রিলার 'রক্তকরবী'-র গল্পের কেন্দ্রে রয়েছে এক সুখী পরিবার। আপাতদৃষ্টিতে দেখে নিখুঁত মনে হলেও, তাদের বিশাল প্রাসাদের দেয়ালের ভিতরে লুকিয়ে রয়েছে একরাশ রহস্য।
যে এই কলঙ্কজনক সত্যি উন্মোচন করতে চাইবে, তার জীবনেও নেবে আসতে পারে অন্ধকার। 'রক্তকরবী' এমন একটি গল্প, যা মানুষের মনের জটিলতাকে উন্মোচন করে এবং এক ভয়াবহ প্রতিশোধের গল্প বলে।
সাত্যকি একজন মনোবিজ্ঞানী। উরালডাঙায় এক আত্মীয়ার বাড়িতে গিয়ে বেশ কিছু রহস্যের সম্মুখীন হয় সে। হঠাৎই সেই পরিবারে ঘটে যায় এক আকস্মিক মৃত্যু। সেই সঙ্গে তার ভগ্নিপতির হ্যালুসিনেশনের পিছনেও রয়েছে নানা জটিলতা- রহস্য।
প্রযোজক -লেখিকা সাহানা দত্ত জানালেন, "ব্যক্তিগতভাবে 'রক্তকরবী' আমার করা সবচেয়ে আকর্ষণীয় প্রোজেক্টগুলির মধ্যে একটি। শুধুমাত্র রোমাঞ্চকর সিরিজ বলে নয়, নির্দেশনা, প্রযোজনা, সাউন্ড সব দিক থেকে এটি শিল্পের এক নিদর্শন। সায়ন্তন এবং টিম সিরিজটার সঠিক মুড তৈরি করার জন্য দুর্দান্ত কাজ করেছে। সেই সঙ্গে বলব, অভিনেতারাও তাদের সেরাটুকু দিয়ে কাজ করেছেন। দর্শকদের প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় রয়েছি।"
পরিচালক সায়ন্তন ঘোষালের কথায়, "রক্তকরবী এমন একটি সাইকোলজিক্যাল থ্রিলার যা মানুষের মনের গভীরে প্রবেশ করবে। আশা করি এটি আপনাকে বিচলিত, উত্তেজিত করার পাশাপাশি নাড়িয়ে দেবে। সাহানা এবং জি ফাইভ-এর সঙ্গে কাজ করতে পেরে আমি আনন্দিত। তারা আমাকে নিজের মতো করে কাজ করার সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছে এবং এই সিরিজের আমরা যা করেছি তার জন্য আমি গর্বিত। আমার দৃষ্টিভঙ্গিতে বিশ্বাস করার জন্য এবং সম্পূর্ণ রূপে আস্থা রাখার জন্য আমি অভিনেতাদের কাছেও কৃতজ্ঞ। দর্শকদের জন্য এই সিরিজ নিঃসন্দেহে একটি সারপ্রাইজ ট্রিট হবে।"
এই প্রথমবার রাইমা সেন এবং বিক্রম চট্টোপাধ্যায়কে একসঙ্গে দেখা যাবে। এই জুটির রসায়ন পর্দায় কতটা জমে সেটাই দেখার।
ট্রেলার সামনে আসার পর, এই সিরিজ নিয়ে সকলের উৎসাহ- কৌতূহল অনেকটা বেড়েছে। পরপর ঘটে যাওয়া মৃত্যুর রহস্য কী? আর কোন রহস্য লুকিয়ে রয়েছে উরালডাঙার সেই বাড়িতে? সব প্রশ্নের উত্তর মিলবে খুব শীঘ্রই।
এক নয়, একাধিক রহস্য নিয়ে আসছে 'রক্তকরবী'। আগামী ৩ ফেব্রুয়ারি থেকে জি ফাইভ-এ স্ট্রিমিং হবে এই সিরিজ।