অবশেষে মুক্তি পেতে চলেছে সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর অভিনীত ছবি 'শেষের গল্প'। তবে প্রেক্ষাগৃহ নয়, ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে এই ছবি।
জিৎ চক্রবর্তী পরিচালিত 'শেষের গল্প' মুক্তি পাওয়ার কথা ছিল আরও অনেক আগেই। কিন্তু করোনা অতিমারীর জন্য পিছিয়ে যায় ছবির কাজ ও মুক্তি।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন টলিপাড়ার একঝাঁক চেনা মুখ। রয়েছেন, খরাজ মুখোপাধ্যায়, পল্লবী চট্টোপাধ্যায়, কৃষ্ণ কিশোর মুখোপাধ্যায়, দুর্গা সাঁতরা, অর্ণ মুখোপাধ্যায়, কল্যাণ চট্টোপাধ্যায়, প্রদীপ ভট্টাচার্যর মতো অভিনেতারা।
রবীন্দ্রনাথ ঠাকুরের 'শেষের কবিতা' উপন্যাসের প্রবীণ অমিত রায় এবং প্রবীণা লাবণ্যের মধ্যে একটি কাল্পনিক পুনর্মিলনের ওপর নির্ভর করে আবর্তিত এই ছবির গল্প।
বিচ্ছেদের বহু বছর পর অমিত রায় (সৌমিত্র চট্টোপাধ্যায় ) বন্ধু নরেন্দ্রকে নিয়ে কলকাতার কাছেই একটি বৃদ্ধাশ্রম চালান। কোনও এক সুন্দর সকালে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা লাবণ্য দত্ত (মমতা শঙ্কর) সেখানে আসেন।
আকাশ ও কুহু নামে এক তরুণ দম্পতির সমান্তরাল গল্পের সঙ্গে তাদের প্রেমের দীর্ঘ হারিয়ে যাওয়া অধ্যায়টির পর্যালোচনা করেন অমিত- লাবণ্য।
সৌমিত্র চট্টোপাধ্যায় ও মমতা শঙ্কর -এই দুই দক্ষ অভিনেতার জুটিতে রসায়ন, দর্শকদের মন ছুঁয়ে যাবে বলেই বিশ্বাসী নির্মাতারা।
এই ছবির সঙ্গীত পরিচালক জয় সরকার এবং গীতিকার রাজীব চক্রবর্তী। নচিকেতা চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, সোমলতা আচার্য, অনুপম রায়, কৌশিকী চক্রবর্তী, লোপামুদ্রা মিত্রর মতো শিল্পীদের কণ্ঠে রয়েছে 'শেষের গল্প'-র গানগুলি।
জয়দেব সমাদ্দারের প্রযোজনায়, স্বস্তিকা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে আসছে 'শেষের গল্প'।
আগামী ২০ মে থেকে স্ট্রিমিং হবে 'শেষের গল্প'।