Advertisement

ওটিটি

সৌমিত্রর প্রথম ও শেষ ওয়েব সিরিজ! এবার ওটিটি -তে রহস্যে মোড়া 'Next'

সৌমিতা চৌধুরী
  • কলকাতা ,
  • 11 May 2021,
  • Updated 9:04 AM IST
  • 1/9

গত বছর লকডাউনের সময় থেকে সর্বভারতীয় বিনোদন জগত অনেকটা বেশি পরিমাণে ডিজিটাল মাধ্যমের ওপর ভরসা করছেন। এবার সামনে আসছে 'ক্লিক' ওটিটি প্ল্যাটফর্মের এক ডিজিটাল কনটেন্ট 'নেক্সট'। থ্রিলারধর্মী এই ওয়েব সিরিজের পরিচালনা সন্দীপ সরকার।

  • 2/9

তবে এই ওয়েব সিরিজটি বাঙালিদের জন্য একটু বেশিই স্পেশাল হবে। কারণ এটাই তাঁদের প্রিয় 'ফেলুদা'  সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রথম ও শেষ ওয়েব সিরিজ। তাই এই সিরিজের মাধ্যেমেই তাঁকে শ্রদ্ধা জানাবেন এই কাজের সঙ্গে যুক্ত সমস্ত কলাকুশলীরা।

  • 3/9

সৌমিত্র চট্টোপাধ্যায় ছাড়াও এই সিরিজে রয়েছেন টলিপাড়ার অনেক জন পরিচিত মুখ ও গুণী শিল্পীরা। আছেন আরও এক 'ফেলুদা' সব্যসাচী চক্রবর্তীও। তিনি ছাড়াও সমদর্শী দত্ত এবং মধুমিতা সরকার রয়েছেন প্রধান চরিত্রে। 

  • 4/9

এছাড়াও অভিনয় করেছেন বাদশা মৈত্র, চন্দন সেন, ভাস্বর চট্টোপাধ্যায়, বিশ্বজিৎ চক্রবর্তী, সুমন বন্দ্যোপাধ্যায় ও আরও অন্যান্যরা।

  • 5/9

একের পর এক চলচ্চিত্র জগতের সফল অভিনেতারা খুন হচ্ছে। চলচ্চিত্র জগৎ, শিল্পীমহল এবং রাজ্যে আতঙ্কের বাতাবরণ তৈরী হয়েছে। এই ভাবেই সিরিজের গল্প এগোয়।

  • 6/9

পুলিশ প্রশাসন এই খুনের কোনো কিনারা করতে পারছে না। কে করছে এই খুন? পরবর্তী শিকার কে? এই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে এই সিরিজে।

  • 7/9

'নেক্সট'-র পরিচালনার পাশাপাশি, সঙ্গীত পরিচালনার দায়িত্বভার সামলেছেন সন্দীপ সরকার নিজেই। এছাড়া গান গেয়েছেন উষা উত্থুপ।

  • 8/9

রহস্যে মোড়া এই ওয়েব সিরিজ দর্শকদের খুব ভাল লাগবে বলেই আশাবাদী 'নেক্সট'-র পুরো টিম।

  • 9/9

আগামী ১২ মে থেকে 'ক্লিক'-র ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হবে 'নেক্সট'। 

Advertisement
Advertisement