Advertisement

Shershaah: দেশাত্মবোধের পাঠ দিতে এই স্বাধীনতা দিবসে আসছেন 'শেরশাহ'

কার্গিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) জীবনীর উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি চলতি বছরের অন্যতম বহু প্রতিক্ষীত ছবি গুলির মধ্যে অন্যতম ছিল। গত বছর ৩ জুলাই প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু করোনা মহামারীর জেরে তা পিছিয়ে যায়। এ বছরেও প্রথমে বড় পর্দায় মুক্তির কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি।

শেরশাহ ছবির পোস্টার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 15 Jul 2021,
  • अपडेटेड 6:02 PM IST
  • সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা এবং কিয়ারা আদবানি
  • ৫ জুলাই ছবির মুক্তির তারিখ জানিয়ে ছবির একটি টিজার রিলিজ করে আমাজন প্রাইম।
  • সেখানে বিক্রম বাত্রার নিজের কাহিনি বলতে শোনা গিয়েছে।

আগামী স্বাধীনতা দিবসে প্রত্যেকের হাতের মুঠোয় পৌঁছে যাবেন শেরশাহ (Shershaah)। কার্গিল যুদ্ধের শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার (Vikram Batra) জীবনীর উপর ভিত্তি করে তৈরি সিনেমাটি চলতি বছরের অন্যতম বহু প্রতিক্ষীত ছবি গুলির মধ্যে অন্যতম ছিল। গত বছর ৩ জুলাই প্রথমে মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটি। কিন্তু করোনা মহামারীর জেরে তা পিছিয়ে যায়। এ বছরেও প্রথমে বড় পর্দায় মুক্তির কথা ভাবা হলেও শেষ পর্যন্ত ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেতে চলেছে সিনেমাটি। সিনেমায় মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra) এবং কিয়ারা আদবানি (Kiara Advani)।

বিষ্ণু বর্ধনের পরিচালনায় ধর্মা প্রোডাকশন্স (Dharma Productions) এবং কাশ এন্টারটেনমেন্টের (Kaash Entertainment) যৌথ প্রযোজনায় আসতে চলেছে ছবি ‘শেরশাহ’। ছবিতে রয়েছেন শিব পণ্ডিত, রাজ অর্জুন, প্রণয় পাচৌরী, হিমাংশু অশোক মালহোত্রা, নিকিতিন ধীর, অনিল চরণজিৎ, সাহিল বৈদ, শতাফ ফিগারের মতো অভিনেতারা। স্বাধীনতা দিবসের সপ্তাহে ‘শেরশাহ’ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে ২৪০টি দেশেমুক্তি পেতে চলেছে। ১২ অগাস্ট মুক্তি পাবে ছবিটি।

 

কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার (পিভিসি) জীবন থেকে অনুপ্রাণিত এই ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। অ্যামাজন প্রাইম ভিডিয়ো ওটিটি প্ল্যাফর্মে ডিরেক্ট রিলিজে সাফল্য পেয়েছে বলিউডের বেশ কিছু ছবি। তাদের মধ্যে রয়েছে ‘গুলাবো সিতাবো’, ‘শকুন্তলা দেবী’, ‘ছলাং’, ‘কুলি নং-১’, ‘দুর্গামতি’, ‘হ্যালো চার্লি’, ‘শেরনি’। মুক্তি পেতে চলেছে ফারহান আখতার অভিনীত ‘তুফান’। ডিরেক্ট ওটিটিতে মুক্তি পাওয়া নবম ছবি হতে চলেছে ‘শেরশাহ’।

বৃহস্পতিবার ১৫ জুলাই ছবির মুক্তির তারিখ জানিয়ে ছবির একটি টিজার রিলিজ করে আমাজন প্রাইম। সেখানে বিক্রম বাত্রার নিজের কাহিনি বলতে শোনা গিয়েছে। ২১ বছর আগে কার্গিলে একটি অসম পরিস্থিতির লড়াইয়ে বহু জওয়ান দেশের জন্য প্রাণ বিসর্জন করেছিলেন। সেই তালিকায় রয়েছেন ক্যাপ্টেন বিক্রম বাত্রা।

Advertisement

 

Read more!
Advertisement

RECOMMENDED

Advertisement