Advertisement

মনোরঞ্জন

চুমু খেতে ৩৭ 'টেক', হাত-পা ঠান্ডা হয়ে গিয়েছিল কার্তিক আরিয়ানের

Aajtak Bangla
  • আলিপুরদুয়ার,
  • 22 Nov 2021,
  • Updated 12:14 PM IST
  • 1/10

প্যার কা পঞ্চনামা সিনেমায় পাঁচ মিনিটের রোল থেকে রাতারাতি সুপারস্টার বনে যাওয়া কার্তিক আরিয়ানকে আজ আর কাউকে পরিচয় করিয়ে দিতে হয় না। তিনি এখন কমেডি থেকে রোমান্টিক রোলে অনেক পরিচালকের পয়লা পছন্দ।

  • 2/10

কিন্তু জানেন কী ! কার্তিক আরিয়ান কিসিং সিন করতে গিয়ে হাত পা ঠাণ্ডা হয়ে যেত। তিনি অভিনয় করে উতরে দিলেও নায়িকার সঙ্গে ঘনিষ্ঠভাবে নিঃশ্বাসে নিঃশ্বাস মিলতেই আড়ষ্ট হয়ে পড়তেন।

  • 3/10

তিনি কলেজে পড়তেই সিনেমার প্রথম অফার পান। তাঁর পাঁচ মিনিটের ক্যামিও রোল দেওয়া হলেও, সুভাষ ঘাই পরিচালক হওয়ায় তিনি আপত্তি করেননি।

  • 4/10

পাঁচ মিনিটের রোলের মধ্যে তাঁকে একটি চুম্বন দৃশ্যে অভিনয় করতে হয়েছিল। সিনেমার লিড অ্যাক্ট্রেস মিষ্টিকে চুমু খেতে হতো। কিন্তু তিনি তার আগে কখনও কাউকে চুমু খাননি।

  • 5/10

ফলে কার্তিক বারবার চুমু খেতে ব্য়র্থ হয়েছিলেন। তিনি এই সিন করতে কতবার টেক নিয়েছিলেন জানেন ! ৩৭ বার তাঁকে রিটেক করতে হয় ওই দৃশ্যের জন্য।

  • 6/10

কার্তিক নিজেই একটি ইন্টারভিউতে বলেছেন, যে আমি আগে কখনও কিস করিনি। আর সুভাষ ঘাই প্যাশনেট কিস চাইছিলেন। আর দুএকবার হলে আমি নিজেই সুভাষজিতে বলতাম, স্যার একটু করে দেখাবেন !

  • 7/10

তিনি বলেন, আমি কখনও ভাবিনি, একটা সাধারণ কিসিং সিন এত বড় সমস্যা তৈরি করবে আমার জন্য। শেষ পর্যন্ত সুভাষজি খুশি হন, তিনি যা চাইছিলেন, তা পেয়ে গিয়েছেন বলে।

  • 8/10

প্যার কা পঞ্চনামাতে তাঁর একটি মনোলগ দারুণ জনপ্রিয় হয়। সেই মনোলগ-এর জন্যই কার্তিক পরিচিত। কিন্তু জানেন কী ! কার্তিক নিজে ওই মনোলগটি সরাতে চেয়েছিলেন। যা হয়নি। এবং তা শাপে বড় হয়।

  • 9/10

মনোলগটি নিয়ে আরিয়ান জানিয়েছেন, যে তিনি পরিচালক লব রঞ্জনকে ওটি সরাতে বলেছিলেন। তিনি ভেবেছিলেন এটা তাঁর ক্যারিয়ার খারাপ করে দেবে। সবাই হাসাহাসি করবে। কিন্তু পরে ওটাই ভাইরাল হয়ে যায়।

  • 10/10

২০১৯ সালেই তাঁর ডেবিউ হয়। তিনি আকাশবাণী, প্যার কা পঞ্চনামা, সোনু কি টিটু কি সুইটি, লুকাছুপি, পতি পত্নী অউর উয়োর মতো সিনেমায় কাজ করছেন। তাঁর অনেকগুলি সিনেমা রিলিজ হওয়ার অপেক্ষায়। পাশাপাশি ধামাকা নামে একটি সিনেমা রিলিজ হয়েছে, যাতে তিনি সাংবাদিকের ভূমিকায় অভিনয় করেছেন।

Advertisement
Advertisement