যেমন সুন্দরী, তেমনি গ্ল্যামার আর সেরকমই তুখোড় অভিনয়। তিনি হলেন সকলের প্রিয় অপর্ণা সেন, যিনি টলিপাড়ায় রীনাদি নামেই পরিচিত।
২৫ অক্টোবর ছিল অপর্ণা সেনের জন্মদিন। মধ্যরাত থেকেই শুভেচ্ছায় ভাসছেন তিনি।
মেয়ে কঙ্কনা সেনশর্মা মুম্বই থেকে উড়ে এসেছেন কলকাতায় মায়ের জন্মদিন পালন করার জন্য। একেবারে গ্র্যান্ড বার্থডে সেলিব্রেট হল তাঁর।
জন্মদিনের রাতে অপর্ণা সেনকে দেখা গিয়েছে কালো রঙের শাড়িতে। খোলা চুল আর চোখে চশমা। তাঁর থেকে চোখ ফেরানো দায়।
তাঁর ৮০তম জন্মদিনে যেন চাঁদের হাট বসেছে।
বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি তো বটেই, বলিউড তারকারাও সেখানে হাজির ছিলেন অপর্ণাকে শুভেচ্ছা জানানোর জন্য।
এসেছিলেন শাবানা আজমি, রাহুল বোসরা।
শাবানা ও অপর্ণার বন্ধুত্ব বহু বছরের। একসঙ্গে এদিন ছবিও তোলেন তাঁরা।
উদার মনস্ক, সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে তিনি রাণির মতো হেঁটেছেন জীবন৷ ৩ বার বিয়ে করেছেন৷ মানুষ করেছেন দুই সন্তান।
মাত্র ১৬ বছর বয়সে অভিনয় জগতে পা দেন অপর্ণা। সত্যজিৎ রায়ের ‘তিনকন্যা’ (১৯৬১) ছবিতে শুরু তাঁর অভিনয়।
এরপর সেই যাত্রা ছিল দীর্ঘ ও ঐতিহ্যপূর্ণ৷ বাংলা সিনেমার ইতিহাসে অপর্ণা সেই এক উজ্জ্বল নাম।
অভিনয় থেকে পরিচালনা, সব ক্ষেত্রে তাঁর অবাধ বিচরণ।
বহু হিট বাংলা সিনেমার নায়িকা যেমন তিনি, তেমনই তাঁর পরিচালনায় বিশ্বসিনে দুনিয়া উপহার পেয়েছে অনেক কালজয়ী ছবি।