Advertisement

মনোরঞ্জন

Tollywood Wedding: ব্রাত্য বসু থেকে ঋতুপর্ণা, খরাজের ছেলের বিয়েতে তারকাদের মেলা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 29 Nov 2025,
  • Updated 4:29 PM IST
  • 1/15

২৮ নভেম্বর ছিল খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহু ওরফে তমোঘ্ন ও রোজার রিসেপশন। 
 

  • 2/15

রিসেপশনে তমোঘ্ন পরেছিলেন ধূসর রঙের পাঞ্জাবি ও খরাজের পুত্রবধূ পরেছিলেন ছাই রঙের বেনারসী। 
 

  • 3/15

অনুষ্ঠানে রুক্মিণীকে নিয়ে আসেন দেব। দেব পরেছিলেন একটি কালো কোট-প্যান্ট, রুক্মিণী পরেছিলেন একটি ফ্লোরাল অফ শোল্ডার গাউন।

  • 4/15

খরাজের ছেলের রিসেপশনে আসেন সস্ত্রীক কৌশিক গঙ্গোপাধ্যায়।
 

  • 5/15

বিহু ও রোজাকে অভিনন্দন জানাতে এদিন আসেন ঋতুপর্ণা সেনগুপ্ত। লাল বেনারসী ও নীল রঙের ব্লাউজ, সঙ্গে গলায় ছিল ভারী নেকলেস। 
 

  • 6/15

নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে এসেছিলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

  • 7/15

রিসেপশনের দিন বরকর্তা খরাজ ছিলেন বিশাল ব্যস্ত। কিন্তু তা সত্ত্বেও পোজ দিয়ে ছবি তুলতে ভুললেন না। 
 

  • 8/15

কমলা রঙের সোয়েট টি-শার্ট পরে একেবারে দাবাং স্টাইলে এলেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়, সঙ্গে ছিলেন স্ত্রী ও মেয়ে হিয়া। 

  • 9/15

এসেছিলেন মমতা শঙ্কর, কমলিনী সহ একাধিক তারকা।  
 

  • 10/15

খরাজের ছেলের বিয়েতে দেখা গেল কুশল চত্রবর্তী, সঙ্গে স্ত্রীকে। 
 

  • 11/15

খরাজ মুখোপাধ্যায়ের ছেলের বিয়েতে এসেছিলেন ব্রাত্য বসু, পার্থ ভৌমিকেরা। এসেছিলেন স্বরূপ বিশ্বাসও। 
 

  • 12/15

বিহু-রোজাকে আশীর্বাদ দিতে এসেছিলেন শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায়। 

  • 13/15

সস্ত্রীক রঞ্জিত মল্লিক এসেছিলেন বিহুর রিসেপশন পার্টিতে। 

  • 14/15

উল্লেখ্য, খরাজ মুখোপাধ্যায়ের একমাত্র পুত্র বিহু মুখোপাধ্যায় আবার ‘বসন্ত বিলাপ’ চলচ্চিত্রের মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন। অন্যদিকে তমোঘ্নর স্ত্রী রোজার ‘মোক্ষা কলকাতা’ নামের একটি ব্যান্ড ছিল, এই ব্যান্ড জনপ্রিয় হওয়ার সুবাদেই কাছাকাছি এসেছিলেন বিহু এবং রোজা।

  • 15/15

এসেছিলেন রূপম ইসলাম ও সঙ্গে স্ত্রী। 

Advertisement
Advertisement