২০০১ সালে ফেমিনা মিস ইন্ডিয়া ইউনিভার্সের খেতাব জয় করেন সেলিনা।
বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেন এই ডাকসাঁইটে সুন্দরী।
সেলিনীর সঙ্গে বাংলা তথা কলকাতা যোগ রয়েছে গভীর। সেলিনা স্নাতকের পর কলকাতার একটি সংস্থায় বেশ কিছু বছর কাজ করেছিলেন।
সম্প্রতি তাঁকে শাড়িতে দেখা গিয়েছে। আর এই শাড়িগুলোর সঙ্গে রয়েছে বাংলা যোগ।
লাল রঙের শিফন শাড়িতে সেজেছেন সেলিনা। সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা। এই ছবি পোস্ট করে তিনি কলকাতার দুর্গাপুজোর স্মৃতিতে ভেসেছেন।
সেখানকার পুজো প্যান্ডেল, ট্রাফিক জ্যাম, কফি শপে কফি খাওয়া, সব স্মৃতি রোমন্থন করেছেন।
এরপর সেলিনা স্বর্ণচূড়া শাড়ি পরেছিলেন। যেটা বাঁকুড়া থেকে তাঁর মা এনেছিলেন। এই শাড়িতেও তাঁকে অপূর্ব সুন্দর লাগছে। কপালে লাল টিপ তাঁর সৌন্দর্য বাড়িয়ে তুলেছে।
কালো রঙের জামদানি শাড়িতে সেলিনার থেকে চোখ ফেরানো যাবে না। নায়িকা বলেন যে তাঁর সংস্কৃতির সঙ্গে বাংলার সংস্কৃতি মিশে রয়েছে।
সেলিনার এই শাড়ি লুকস দেখে বোঝাই যাচ্ছে তিনি কতটা বাংলার সংস্কৃতিকে ভালোবাসেন।
কলকাতার সঙ্গে সেলিনার আত্মিক যোগ রয়েছে। এখানকার খাওয়া-দাওয়া খুব মিস করেন নায়িকা।