Advertisement

মনোরঞ্জন

Tridha Choudhury: বিকিনি কিংবা সুইম স্যুট, বোল্ড লুকে নজরকাড়া এই বং নায়িকা

Aajtak Bangla
Aajtak Bangla
  • কলকাতা,
  • 02 Sep 2025,
  • Updated 6:34 PM IST
  • 1/10

অভিনেত্রী ত্রিধা চৌধুরী, যাঁকে বাংলা ছবিতে খুব কম দেখা গেলেও তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। 
 

  • 2/10

বঙ্গললনার রূপের জাদুতে মুগ্ধ নেটিজেনরা। কাজ হোক বা সোশাল মিডিয়ায় সক্রিয় থাকা সব বিষয়েই ত্রিধা বেশ পারদর্শী।
 

  • 3/10

কলকাতার মেয়ে হলেও কলকাতাতে যে তাঁর খুব একটা দেখা মেলে এমনটা নয়। বেশিরভাগ সময়টাই তাঁর কাটে ভিন রাজ্যে বা বিদেশে।

  • 4/10

ত্রিধার সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা দেবে একের পর এক সাহসী ছবি।
 

  • 5/10

বিকিনি হোক বা মনোকিনি কিংবা টু পিস, ত্রিধার থেকে নজর সরানো বেশ কঠিন বিষয়। 
 

  • 6/10

সৃজিত মুখোপাধ্যায়ের 'মিশর রহস্য' ছবিতে অভিনয়ের মাধ্যমে অভিনয় জগতে হাতেখড়ি হয়েছিল ত্রিধার। এরপর মুম্বইতে চুটিয়ে কাজ করেছেন ত্রিধা।
 

  • 7/10

এরপর ত্রিধাকে আশ্রম সিরিজেও দেখা যায়। ববি দেওয়ালের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে প্রশংসিত হয়েছিলেন। 
 

  • 8/10

ইতিমধ্যেই একাধিক ভাষার ছবি এবং ওয়েব সিরিজে কাজ করে ফেলেছেন ত্রিধা চৌধুরী। শুরুটা টলিউডে হলেও বেশ কয়েক বছর হল কলকাতার বাইরে পসার জমিয়েছেন তিনি।
 

  • 9/10

বোল্ড লুকেও ত্রিধা বেশ স্বচ্ছন্দ। সুইম স্যুট হোক বা ওয়েস্টার্ন আউটফিট সবেতেই ত্রিধা 'ফিট অ্যান্ড হিট'।
 

  • 10/10

ত্রিধার বিয়ে নিয়েও কিছুদিন আগে গুঞ্জন শোনা গেলেও কবে নায়িকা বিয়ে করছেন তা জানা যায়নি। ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
 

Advertisement
Advertisement