২০১৯ সালে মালায়ালম ছবি 'ওরু আদার লাভ' প্রিয়ার প্রথম সিনেমা ছিল। আর সেই ছবির এক দৃশ্যে প্রিয়ার চোখ মারা রাতারাতি ভাইরাল হয় এবং প্রিয়া স্টার হয়ে যান।
সম্প্রতি প্রিয়াকে দেখা গিয়েছে সিদ্ধার্থ ও জাহ্নবীর পরম সুন্দরীতে ব্যাকগ্রাউন্ড অভিনেত্রী হিসাবে।
কোনও সংলাপ ছাড়াই প্রিয়াকে এভাবে দেখে তাঁর ভক্ত-অনুরাগীরা খুবই হতবাক।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ক্লিপিংসে দেখা গিয়েছে প্রিয়া লাল ও সাদা শাড়ি পরে চুপচাপ হেঁটে চলে যাচ্ছেন। প্রিয়ার মুখ লজ্জায় লাল হয়ে আছে।
প্রিয়ার এই ক্লিপিংস ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল ও রেডিটের মতো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অনেকেই প্রিয়াকে দেখেছেন এই ছোট্ট চরিত্রে। তবে কেন তাঁকে এত ছোট চরিত্র দেওয়া হল তা নিয়ে ভাবাচ্ছে নেটিজেনদের।
কিছু কিছু নেটিজেন মনে করছেন, হয়তো প্রিয়ার এই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্র ছিল, যা সরিয়ে দেওয়া হয়।
ওরু আদার লাভ প্রিয়ার ডেবিউ ছবি। পরে তিনি তেলেগু এবং মালায়ালাম ছবিতে অভিনয় করেন।
২০২৩ সালে ইয়ারিয়া ২ দিয়ে হিন্দি ছবিতে তাঁর ডেবিউ হয়।
তাঁকে সম্প্রতি অজিত কুমারের তামিল চলচ্চিত্র গুড ব্যাড আগলি-তে দেখা গেছে এবং শীঘ্রই তাকে হিন্দি চলচ্চিত্র থ্রি মাঙ্কিস এবং লাভ হ্যাকারস-এ দেখা যাবে।