টলিপাড়ার মিষ্টি নায়িকা অনুষা বিশ্বনাথন। মা মধুমন্তী মৈত্র ও বাবা পরিচালক অশোক বিশ্বনাথনের একমাত্র মেয়ে অনুষা।
ফিল্মি পরিবারে বেড়ে ওঠা তাই অভিনয়কেই পেশা হিসাবে বেছে নিয়েছেন। টেলিভিশন থেকে বড়পর্দা সব জায়গাতেই তিনি তাঁর পায়ের মাটি শক্ত করছেন।
ইন্ডাস্ট্রিতে তিনি সাহসী অভিনেত্রী বলেই পরিচিত। সম্প্রতি তাঁর শাড়ি পরা ছবিগুলো ঝড় তুলেছে নেট পাড়ায়।
লাল রঙের প্রিন্টেড হ্যান্ডলুম শাড়ি পরেছেন অনুষা। সঙ্গে কালো রঙের স্লিভলেস ব্লাউজ।
অনুষার ব্যাকলেস ব্লাউজে খোলা পিঠ আর কোমরের ভাঁজে চোখ আটকেছে নেটিজেনদের।
কখনও খোলা চুলে আবার কখনও বা চুল বাঁধার ভঙ্গিমায় অনুষার কিলার পোজ।
তাঁর মিষ্টি হাসি নেটিজেনদের মন জয় করে নিয়েছে নিমেছে।
সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুব সক্রিয় অনুষা। তাঁর বোল্ড লুক মাঝে মধ্যেই ভাইরাল হয়।
আদিত্য সেনগুপ্তর সঙ্গে অনুষার বিয়ে ঠিক হওয়ার পরও তা ভেঙে যায়।
বিয়ে ভাঙার কারণ সেভাবে জানা যায়নি। তবে এখন আর অনুষা ও আদিত্য একসঙ্গে নেই।