দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। রূপের পাশাপাশি পদ্মাপাড়ের অভিনেত্রী জয়া আহসানের অভিনয় দক্ষতা এপার বাংলার দর্শকদেরও মুগ্ধ করে রেখেছে।
বর্তমানে জয়া ব্যস্ত রয়েছেন ‘পুতুলনাচের ইতিকথা'র শ্যুটিং নিয়ে। মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাসটিকে নিয়ে সিনেমা করছেন পরিচালক সুমন মুখোপাধ্যায়। ছবিতে কুসুমের চরিত্রে অভিনয় করছেন জয়া। এই প্রথমবার পরিচালক সুমন মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করছেন তিনি।
ইতিমধ্যে কুসুমের লুকের একঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন জয়া।
জয়া হামেশাই সোশ্যাল মিডিয়ায় নিজের নানা আপডেট দিয়ে ছবি পোস্ট করে থাকেন।
কয়েকদিন আগে জয়াকে দেখা গিয়েছিল নো-মেকআপ লুকে নিজের ছবি পোস্ট করতে।
তাতে ক্যাপশনে তিনি লিখেছিলেন, 'ভোরের আলোর শান্তি আমি ভালোবাসি।'
ভোরবেলা প্রকৃতির মজা নিতে তিনি বেরিয়েছেন ছবি দেখে তা ভালোই মালুম হচ্ছিল।
দিন দুয়েক আগে আরও কয়েকটি ছবি পোস্ট করেছেন জয়া, তাতে ক্যাপশনে রয়েছে, 'দুই বন্ধু জগাই মাধাই।'
এই ছবিগুলিতে দেখা যাচ্ছে পথের একটি কুকুরকে জয়া আদর করছেন।
প্রসঙ্গত জয়ার সারমেয় প্রীতি অনেকেরই জানা। পশু-পাখি ভালোবাসেন জয়া আহসান।
জয়া আহসান পথ প্রাণীদের জীবন বাঁচাতে সব সময় সক্রিয় ভূমিকা নিয়েছে। এই পশুপ্রেমের জন্যই জয়া গতবছর ‘প্রাণবিক বন্ধু’ সম্মানও পেয়েছন।
পশুদের নিয়ে কাজ করা সংগঠন দ্য পিপল ফর অ্যানিমেল ওয়েলফেয়ার (পাও)-এর তরফে জয়াকে এই সম্মান প্রদান করা হয়।
এদিকে সম্প্রতি কলকাতার চলচ্চিত্র সাংবাদিকদের সংগঠন “ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন” আয়োজিত “সিনেমার সমাবর্তন” শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে “বিনি সুতোয়” অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া আহসান।