প্রয়াত গায়ক ও সুরকার বাপ্পি লাহিড়ী। ৬৯ বছর বয়সে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করলেন। গতকাল বাপ্পি লাহিড়ীকে এই হাসপাতালে আনা হয়। হাসপাতালেই তাঁর স্বাস্থ্যের অবনতি হয়।
চিকিৎসকরা তাঁকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। সবাইকে ছেড়ে না ফেরার দেশে চলে গেলেন এই প্রখ্যাত গায়ক-সুরকার।
বাপ্পি লাহিড়ীর নাম আসলেই চোখে ভেসে ওঠে প্রচুর সোনার গয়না। তাঁকে সবসময় সোনার গয়না পরে থাকতে দেখা যেত। গলায় একাধিক সোনার চেন, ব্রেসলেট, আঙুলে অনেকগুলো আংটি, চশমার ফ্রেমও সোনার ছিল তাঁর। সেজন্য বলিউডে তাঁকে Gold Man ও বলা হত।
কিন্তু, কেন এত সোনা পরতেন সব্বার প্রিয় বাপ্পিদা? আর কবে থেকেই বা পরতে শুরু করলেন? এর উত্তর গায়ক নিজেই একবার দিয়েছিলেন।
বাপ্পি লাহিড়ী জানিয়েছিলেন, এক হলিউড শিল্পীর কারণে তিনি সোনা পরা শুরু করেছিলেন। বলেছিলেন, 'হলিউড গায়ক এলভিস প্রিসলিকে আমি পছন্দ করতাম। আমি দেখতাম তিনি সবসময় গলায় সোনার চেন পরতেন। সেটা আমার খুবই পছন্দ হত।'
বাপ্পি লাহিড়ী আরও জানিয়েছিলেন, এলভিস প্রিসলির মতো তিনিও সফল হতে পারবেন বলে মনে করতেন। তাঁর বিশ্বাস ছিল, তিনি যত বেশি সোনা পরবেন, ততই কর্মজীবনে সাফল্য পাবেন।
কত সোনা পরতেন তিনি? ২০১৪ সালে, বাপ্পি লাহিড়ী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেই সময় নিজেই নির্বাচন কমিশনকে দেওয়া তথ্যে জানিয়েছিলেন তাঁর কাছে ৭৫৪ গ্রাম সোনা এবং ৪.৬২ গ্রাম রূপা রয়েছে।
সোনার প্রতি বাপ্পি লাহিড়ীর ভালোবাসা এতটাই ছিল যে ২০২১ সালে ধনতেরাসে স্ত্রীর কাছ থেকে তিনি একটি সোনার চা সেট উপহার পেয়েছিলেন।
বাপ্পি লাহিড়ী এই বিষয়ে বলেছিলেন, 'আমি আমার স্ত্রীকে ধনতেরাসে আমার জন্য একটি সোনার চা সেট আনতে বলেছিলাম। কোথাও একটা সুন্দর চা সেট দেখেছিলাম। সেটা আমার পছন্দও হয়েছিল। সেই কারণেই স্ত্রী আমাকে সোনার চায়ের সেট দিয়েছেন।'