Advertisement

মনোরঞ্জন

Sushmita Chatterjee: সৃজিতের 'বিশেষ বন্ধু', টলিপাড়ার সেনসেশন সুস্মিতা

  • কলকাতা,
  • 08 Sep 2025,
  • Updated 4:46 PM IST
সুস্মিতা চট্টোপাধ্যায়
  • 1/10

'প্রেম টেম' দিয়েই বড়পর্দার সফর শুরু করেছিলেন সুস্মিতা চট্টোপাধ্যায়। 
 

  • 2/10

অভিনেত্রীর সিনেমা হাতে গোনা হলেও তিনি টলিপাড়ার নতুন সেনসেশন। 
 

  • 3/10

শাড়ি থেকে খোলামেলা পোশাক, কিংবা বিকিনিতে তাঁর থেকে চোখ ফেরানো বেশ কঠিন। 
 

  • 4/10

একের পর এক বোল্ড লুকে সোশাল মিডিয়ায় ঝড় তুলছেন নায়িকা। 
 

  • 5/10

সুস্মিতার টোল পড়া হাসিতে ঘায়েল একাধিক পুরুষের হৃদয়। 
 

  • 6/10

তাঁর সিজলিং ছবিগুলো রীতিমতো আগুন ধরাচ্ছে নেট দুনিয়ায়। 
 

  • 7/10

সম্প্রতি 'মৃগয়া' ছবিতে সুস্মিতার 'শোর মাচা' আইটেম নাচ উষ্ণতার পারদ চড়িয়েছে নেটপাড়ায়। 
 

  • 8/10

অভিনেত্রীর সেই কাজ ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। এরই মাঝে সুস্মিতা লহ গৌরাঙ্গের নাম রে শ্যুটিংয়ে সৃজিতের সঙ্গে পুরীও যান। 
 

  • 9/10

সেখানেই সেলফি নিয়ে পোস্ট করতে সৃজিত ও সুস্মিতাকে নিয়ে কানাঘুষো শুরু হয়ে যায়। 
 

  • 10/10

তবে অভিনেত্রীর বৃহস্পতি যে আপাতত তুঙ্গে, সেটা বলাই বাহুল্য। কারণ মৃগয়ার শোর মচা আইটেম গানে তোলপাড় করার পর সৃজিতের স্বপ্নের প্রজেক্ট 'লহ গৌরাঙ্গের নাম রে' ছবিতে তিনি। উপরন্তু শরমন যোশির বিপরীতে নতুন ছবি। 
 

Advertisement

লেটেস্ট ফটো

Advertisement