আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই বিয়ের পিঁড়িতে বসবেন আর্য সিংহ রায় ও অপর্ণা।
অবশেষে বহু বাঁধা-বিপত্তি পেরিয়ে আজ তাঁরা এক হতে চলেছেন।
ইতিমধ্যেই বিয়ের পোশাকে দেখা গিয়েছে আর্য তথা জিতু কমল ও অপর্ণা তথা শিরিনকে।
এবার গায়ে হলুদের ছবিও সামনে এল আর্য-অপর্ণার। যেখানে এই জুটিকে অসাধারণ সুন্দর লাগছে।
বিরাট আয়োজন করে অপর্ণাকে বিয়ের প্রস্তাব দেয় আর্য। সেই প্রস্তাবে রাজি হয় অপর্ণা। যদিও অপর্ণার বাবা-মা জানতে পারে আর্যর অতীত। তারা মেয়ের বিয়ে বা এই সম্পর্ক নিয়ে বেঁকে বসে।
পরে অপর্ণা তাদের জানায়, সে সবটাই জানে এবং সেই অতীতের এখন আর কোনও অস্তিত্ব নেই। কিছুটা নিশ্চিন্ত হয় তারা।
গায়ে হলুদের সময় অপর্ণা পরেছিলেন সাদা ও হলুদ পাড়ের শাড়ি, সাবেকি হালকা সাজে সুন্দর লাগছিল অপর্ণাকে।
অপরদিকে, জিতু তথা আর্যকে দেখা যায় হলুদ মাখতে। বাঙালি সব রীতি মেনেই চলছে বিয়ের অনুষ্ঠান।
মেগার সেট দেখে বোঝার উপায় নেই যে তা সত্যি সেট না বিয়ে বাড়ি। আইবুড়োভাত থেকে হাতে মেহেন্দি পরা, গায়ে হলুদ সবটাই দেখানো হয়েছে।
বিয়ের পোশাকেও দেখা গিয়েছে আর্য ও অপর্ণাকে। খয়েরি রঙের পাঞ্জাবি ও অফ হোয়াইট রঙের ধুতি সঙ্গে গোলাপ ফুলের মালায় ধরা দিলেন পর্দার আর্য।
অন্যদিকে, লাল টুকটুকে বেনাসরি সঙ্গে বেগুনী রঙে ব্লাউজ, ভারী নেকলেস, চোকার, হাতে শাঁখা-পলা, ভারী চুড়ি বালা, মাথায় টানা টিকলি, টানা নথ, কানে কান পাসা, কপালে লাল টিপ আর চন্দনে ধরা দিলেন পদার অপর্ণা শিরীন।
১৯ ও ২০ তারিখ আর্য-অপর্ণার এই বিশেষ পর্ব সম্প্রচারিত হবে জি বাংলার পর্দায় সন্ধ্যা সাড়ে ৬টায়।