Advertisement

মনোরঞ্জন

Bhai Phonta 2021: অভিনব ভাইফোঁটা! রূপান্তরকামীদের নিয়ে উদযাপনে সুজয় প্রসাদ, সুদীপারা

Aajtak Bangla
  • কলকাতা,
  • 05 Nov 2021,
  • Updated 10:37 PM IST
  • 1/7

রূপান্তরকামীদের নিয়ে অভিনব ভাই ফোঁটা উদযাপন শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জী ও সুদীপা বসুর।
 

  • 2/7

ভাই ফোঁটায় মানবতার উদযাপন করতে রূপান্তরকামীদের জন্য তৈরি হোম গরিমা গৃহে, লিঙ্গ ভেদাভেদের উর্ধ্বে উঠে এবারের ভাই ফোঁটা উদযাপন করলেন সুজয় প্রসাদ চ্যাটার্জী এবং সুদীপা বসু। 
 

  • 3/7

পুরুষতান্ত্রিক সমাজে লিঙ্গ বৈষম্য বরাবরের। আজও অনেক রীতি,নীতিতে অবহেলায় পড়তে হয় নারীদের। আর রূপান্তরকামীরা বিশেষ ভাবে এই সমাজে প্রান্তিকতার শিকার। লিঙ্গ বৈষম্যের রাজনীতিতে বিধ্বস্ত তাঁদের জীবন।   
 

  • 4/7

লিঙ্গ বৈষম্যের এই সমাজে ভাই ফোঁটা কেবল ভাইদের জন্যই হয়। কিন্তু এবার সেই সমস্ত বিভেদ ভেঙে উৎসবকে অন্য রূপ দিলেন অভিনেতা এবং শিল্পী সুজয় প্রসাদ চ্যাটার্জী।
 

  • 5/7

এ প্রসঙ্গে সুজয় প্রসাদ চ্যাটার্জী জানান, "ভাই ফোঁটা হোক মানবতার উদযাপন। ভাই ফোঁটা শব্দটা নিয়ে আমার একটু আপত্তি আছে, এই শব্দ আমাদের সমাজে পুরুষতান্ত্রিকতার ইতিহাসের ধারা বহন করে।। কিন্তু এবারের ভাই ফোঁটায়  মানবতার উদযাপন করলাম আমরা।"
 

  • 6/7

তিনি আরও জানান,"ভাই বোন সকলে লিঙ্গের উর্ধ্বে গিয়ে, সকলের মঙ্গল কামনায় আমরা এই উৎসবের উদযাপন করলাম। রূপান্তরকামী সমাজ কর্মী রঞ্জিতা সিংহকে ধন্যবাদ জানাই। তিনি এই উৎসব গরিমা গৃহে আয়োজন করতে আমাদের একান্ত সাহায্য করেছেন। আমাদের এই উদ্যোগ মানবতার প্রতি এক পদক্ষেপ।  উৎসব হোক মানবতার উদযাপন, সেটাই একান্ত কাম্য।"

  • 7/7

যাবতীয় রীতি নীতি ভেঙে সুজয় প্রসাদ ও সুদীপার অভিনব ভাই ফোঁটা উদযাপন এক নতুন পথের দিশারী হয়ে রইল।
 

Advertisement
Advertisement