অবসান হল চারমাসের। রবিবার উদয়পুরের লেক পিচোলার ধারে মিলে গেল দুই হৃদয়। আম আদমি পার্টি তথা আপ সাংসদ রাঘব চাড্ডার সঙ্গে শুভ পরিণয় সারলেন বলিউডের পরিণীতি চোপড়া।
রবিবার সারাদিন অপেক্ষা করার পরও পরিণীতি বা রাঘব কেউই তাঁদের বিয়ের ছবি পোস্ট করেননি। অবশেষে সোমবার সকালে নবদম্পতি পোস্ট করলেন তাঁদের বিশেষ দিনের সব ছবি।
বিয়ের দিন খুবই সাধারণভাবেই সেজেছিলেন বলিউড ডিভা। বলিউড ডিজাইনার মণীশ মালহোত্রার ডিজাইন করা সোনালি রঙের লহেঙ্গা পরেছিলেম পরিণীতি, হাতে ছিল গোলাপি রঙের চূড়া, গলায় পান্নার ভারী গয়না, সঙ্গে রাঘবের নাম লেখা মাথার ওড়নায় সেজেছিলেন বলিউড অভিনেত্রী।
দিদি প্রিয়াঙ্কার মতোই পরিণীতিও তাঁর বিয়ের ভেলে রাঘবের নাম লিখিয়েছেন।
অপরদিকে রাঘব পরেছিলেন সাদা রঙের পাঞ্জাবী ও মাথায় ছিল সোনালি পাগড়ি।
উদয়পুরের তাজ লীলা প্যালেসে আয়োজন হয়েছিল রাঘব ও পরিণীতির বিয়ের। লেক প্যালেস থেকে নৌকোয় চড়ে পরিণীতিকে বিয়ে করতে আসেন রাঘব।
উদয়পুরে বিয়ের অনুষ্ঠান শুরু হয়েছিল একটি ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে। তার পরে গায়েহলুদ, সঙ্গীত ও মেহেন্দি। রাঘব ও পরিণীতির সঙ্গীতের অনুষ্ঠানে পারফর্ম করেন নামজাদা গায়ক নবরাজ হংস।
অন্য দিকে রাজনীতিক পাত্রের তরফে বরযাত্রীর দলে শামিল হয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল, ভগবন্ত সিং মানের মতো রাজনৈতিক ব্যক্তিত্ব। উপস্থিত ছিলেন শিবসেনা নেতা আদিত্য ঠাকরেও। বলিউডের পক্ষ থেকে মণীণশ মালহোত্রাই এসেছিলেন। আর এই বিয়েতে যোগ দিয়েছিলেন টেনিস তারকা সানিয়া মির্জা।
গোধূলিবেলায় ‘ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি’র ‘কবীরা’ গানে বিদায় হল নববধূ পরিণীতির।
বিয়ের পরে রবিবার সন্ধ্যা সাড়ে আটটা নাগাদ তাজ লীলা প্যালেসে নবদম্পতির রিসেপশন পার্টির আয়োজন হয়েছিল। ছবি সৌজন্যে: পরিণীতি চোপড়ার ইনস্টাগ্রাম