ফের সংবাদ শিরোনামে দীপিকা পাড়ুকোনের দায়বদ্ধতা! ২০২৪ সালে তেলুগু ব্লকবাস্টার ছবি 'কল্কি ২৮৯৮ এডি' মুক্তি পেয়েছিল। দুর্দান্ত অভিনয়ে সকলকে মাত করে দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। কিন্তু এবার সেটির সিক্যুয়েল থেকে বাদ পড়লেন তিনি। জানেন কেন?
জানা গিয়েছে, 'কল্কি ২৮৯৮ এডি' ছবির সিক্যুয়েল থেকে বাদ দেওয়া হয়েছে বলিউডের প্রথম সারির অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে। ছবি নির্মাতারা স্পষ্ট ভাবে দীপিকাকে না নেওয়ার বিষয়টি জানিয়ে দিয়েছেন।
নাগ অশ্বিনের পরিচালনায় বছর খানের আগে মুক্তি পেয়েছিল 'কল্কি ২৯৮৯ এডি' ছবিটি। এই ছবির প্রোডাকশন হাউস, বৈজন্তি মুভিজের পক্ষ থেকে সম্প্রতি একটি এক্স হ্যান্ডল পোস্ট করা হয়েছে। যা শোরগোল ফেলে দিয়েছে বলিপাড়ায়।
বৈজন্তি মুভিজের পোস্টে লেখা হয়েছে, 'অফিশিয়ালি ঘোষণা করা হচ্ছে, দীপিকা পাড়ুকোন কল্কি ২৮৯৮ এডি-র আগামী পর্ব অর্থাৎ সিক্যুয়েলের অংশ হচ্ছেন না। অনেক বিচার করে, আলোচনা পরামর্শের মাধ্যমে আমরা এই সিদ্ধান্ত পৌঁছেছি। প্রথম ছবিটি তৈরির সময়ে দীর্ঘ সফর সত্ত্বেও তালমেল তৈরি হচ্ছে না। কল্কি ২৮৯৮ এডি-র মতো ছবিতে প্রয়োজন সর্বোচ্চ দায়বদ্ধতার।' দীপিকাকে আগামী দিনে কেরিয়ারের জন্য শুভেচ্ছা জানিয়েছে বৈজন্তি মুভিজ।
দীপিকা পাড়ুকোন 'কল্কি ২৮৯৮ এডি' সিনেমাতে 'সুমতি' নামের চরিত্রে অভিনয় করেছিলেন। তাঁকে দুনিয়ার উদ্ধারকারী 'কল্কি অবতার'-এর মা-এর চরিত্রে দেখা গিয়েছিল এই সিনেমায়। এটিকে দীপিকা অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁকে হত্যা করতে চাইছিল 'সুপ্রিম ইয়াস্কিন' চরিত্র রূপী কমল হাসান।
ছবি মুক্তির পরবর্তীতে জানা যায়, 'কল্কি ২৮৯৮ এডি' ছবিটির ক্লাইম্যাক্সের সময়ে পর্দায় অন্তঃসত্ত্বা দীপিকা পাড়ুকোন বাস্তব জীবনেও গর্ভবতী ছিলেন। ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর দীপিকা কন্যাসন্তানের জন্ম দেন। রণবীর ঘরণী মেয়ের নাম রাখেন 'দুয়া'।
'কল্কি ২৮৯৮ এডি' ছবিতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে অভিনয় করেন অমিতাভ বচ্চন এবং প্রভাস। জনপ্রিয় দক্ষিণী তারকা প্রভাস এই ছবিতে ডবল রোলে ছিলেন। একজন বাউন্টি হান্টার এবং মহাভারতের কর্ণের চরিত্রে অভিনয় করেন।
পরিচালক নাগ অশ্বিনের এই সিনেমাটি মহাভারত থেকে অনুপ্রাণিত। এই সিনেমার গল্প মহাভারতের যুদ্ধের ৬ হাজার বছর পর ডিস্টোপিয়ান একটি জগতের কাহিনি হিসেবে উল্লেখ করা হয়। যেখানে রাজত্ব করেন ২০০ বছরের গড কিং সুপ্রিম ইয়াস্কিন। দুই ভাগে ভাগ করা হয় 'কল্কি ২৮৯৮ এডি' ছবিটি। দু'টি ভাগেই দীপিকা পাড়ুকোনের অভিনয় করার কথা ছিল। তবে বর্তমানে সেই পরিস্থিতির আমূল পরিবর্তন হল।
ঠিক কী কারণে দীপিকা পাড়ুকোনকে 'কল্কি ২৮৯৮ এডি' থেকে কেন বাদ দেওয়া হল, সেই কারণ অবশ্য জানায়নি নির্মাতা সংস্থা। তবে বৈজন্তি মুভিজের এক্স পোস্টে দায়বদ্ধতার কথা উল্লেখ রয়েছে।
এর থেকে অনুমান করা হচ্ছে, দীপিকা পাড়ুকোনের ৮ ঘণ্টার বেশি শিফট না করার মন্তব্যের কারণেই তাঁর দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলেছে 'কল্কি ২৮৯৮ এডি'-র নির্মাতারা।
এর আগে পরিচালক সন্দীপ রেড্ডি বাঙ্গা 'স্পিরিট' নামে সিনেমা থেকেও দীপিকাকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। তখন তাঁরও অভিযোগ ছিল, দীপিকা ৮ ঘণ্টার বেশি শিফট না করা এবং মাত্রাতিরিক্ত পারিশ্রমিক দাবি করেছিলেন। যদিও সে সময়ে দীপিকার পাশে দাঁড়ান বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী। তাঁরা সকলেই ৮ ঘণ্টা শিফটের দাবিকে ন্যয্য বলে মনে করছেন।