'দাদামণি' সিরিয়ালের মাধ্যমে এখন ঘরে ঘরে পরিচিত অনুষ্কা চক্রবর্তী।
প্রতীক সেনের বিপরীতে তাঁকে দেখা যাচ্ছে। নায়িকার এটাই প্রথম ধারাবাহিক।
ধারাবাহিকে আসার আগেই টলিপাড়ার এই নায়কের সঙ্গে প্রেমের সম্পর্কে রয়েছেন অনুষ্কা।
অনুষ্কার মনের মানুষ হলেন অভিনেতা অনুভব কাঞ্জিলাল। যিনি টলিপাড়ার পরিচিত মুখ।
শহরের বিভিন্ন অনুষ্ঠানে হাতে হাত ধরে তাঁদের দেখতে পাওয়া যায়।
অনুষ্কা এবং অনুভবের অনেক দিনের পরিচয়। তখন অবশ্য প্রেমের সম্পর্ক ছিল না তাঁদের মধ্যে।
প্রথমে বন্ধুত্ব তারপর প্রেম শুরু অনুভব-অনুষ্কার।
তাঁদের প্রথম দেখা অনুষ্কার ছবি ‘হীরালাল’-এর প্রিমিয়ারে। সেখান থেকে কথা শুরু।
অনুভবের জন্ম এবং বেড়ে ওঠা দিল্লিতে। অন্য দিকে অনুষ্কা আদ্যোপান্ত কলকাতার মেয়ে।
প্রেম হয়ে যাবে যে তাঁরা কেউই বুঝতে পারেননি । তবে এখন দুজনেই খুব খুশি।