ডোনা গঙ্গোপাধ্যায়ের ডান্স একাডেমি 'দীক্ষামঞ্জরী'-তে প্রতি বছর বসন্ত উৎসব অনুষ্ঠিত হয়। নৃত্যেশিল্পীর এই বসন্ত উৎসব অত্যন্ত জনপ্রিয়। অনেকেই মুখিয়ে থাকেন, এই উৎসবে সামিল হবেন বলে।
ডোনা গঙ্গোপাধ্যায় বর্তমানে লন্ডনে রয়েছেন। তাই এই বছর কলকাতায় অনুষ্ঠিত হচ্ছে না বসন্ত উৎসব। তবে কলকাতার মতো লন্ডনের মাটিতে এবার হবে বসন্ত উৎসব।
১৭ মার্চ সন্ধ্যা ৬:৩০ মিনিটে লন্ডনের নেহরু সেন্টারে ( দ্য হাই কমিশন অফ ইন্ডিয়া, লন্ডন ) অনুষ্ঠিত হবে এই উৎসব। ওড়িশি নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়ের তত্ত্বাবধানে চলেছে নাচের কর্মশালা।
নাচে ইচ্ছুক এমন অনেকেই কলকাতার বসন্ত উৎসব কর্মশালায় যোগদান করতে পারতেন। ডোনার তত্ত্বাবধানে লন্ডনের মাটিতেও তাঁর ছাত্র-ছাত্রী ছাড়াও অনেকেই এই কর্মকান্ডে যোগদান করেছেন।
ট্রাডিশনাল রাগাশ্রয়ী গানের পাশাপাশি, বসন্ত ও হোলির বেশ কিছু জনপ্রিয় গানেও নৃত্য পরিবেশিত হবে। সেই তালিকায় রয়েছে বলিউড হোলির গানও। আগে বেশ কয়েকদিন ধরে চলেছে সেই প্রস্তুতি।
ডোনা গঙ্গোপাধ্যায় জানালেন, " লন্ডনে আমার এমনিতেই বেশ কিছু ছাত্রী আছে। যখন কলকাতায় থাকি, অনলাইনে ক্লাস চলে। এছাড়া অনেক প্রাক্তন ছাত্রী রয়েছে যারা বর্তমানে বিদেশেই থাকেন। আমাদের এই উদ্যোগে তাঁরাও অনেকে সামিল হয়েছেন।"
শিল্পী আরও যোগ করলেন, "আসলে নাচটা আমাদের কাছে প্যাশন। করোনাকালে ঘরবন্দী ছিলাম। অনলাইনে ক্লাস করা ছাড়া, অন্য কোনও উপায় ছিল না। লন্ডনে নেহরু সেন্টারের উদ্যোগে এবার অনেক ছাত্র-ছাত্রীকে নিয়ে অনুষ্ঠানটা করতে পারছি এটাই খুব আনন্দ দিচ্ছে।"
কলকাতায় 'দীক্ষামঞ্জরী'-র উদ্যোগে বসন্ত উৎসব পালন কলকাতার অন্যতম মনে রাখার মতো অনুষ্ঠান বলা যায়। অতিমারীর সময় সেভাবে করা না গেলেও, এবার লন্ডনের মাটিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে খুশি লন্ডনবাসী বাঙালিরাও।