শনিবার আহমেদাবাদের কাঁকারিয়া লেকের একে এরিনায় আয়োজিত হল ৭০তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। তারকাদের মেলা ছিল অনুষ্ঠানস্থলে। শাহরুখ খান, কাজল, করণ জোহর থেকে অভিষেক বচ্চন, কার্তিক আরয়ান, অনন্যা পাণ্ডের মতো তারকাদের ঝলমলে পোশাকে রেড কার্পেটে দেখা গিয়েছে।
সঞ্চালকের ভূমিকায় ছিলেন বলিউডের বাদশা শাহরুখ খান।, করম জোহর এবং মণীশ পল। সেরা অভিনেতা বিভাগে যৌথভাবে পুরস্কার জিতেছেন অভিষেক বচ্চন তাঁর ‘আই ওয়ান্ট টু টক’ ছবির জন্য এই প্রথমবার ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরস্কার জিতলেন অভিষেক বচ্চন। নিজের ২৫ বছরের কেরিয়ারে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে ব্ল্যাক লেডি হাতে তুলে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন জুনিয়র বচ্চন।
অভিষেক বচ্চনের সঙ্গেই যৌথ ভাবে সেরা অভিনেতার পুরস্কার জিতে নেন কার্তিক আরিয়ান তাঁর ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির জন্য। তাঁকে বুকে টেনে জড়িয়ে ধরেন অভিষেক। জানান, তাঁকে অভিষেক অত্যন্ত অ্যাডমায়ার করেন। ‘জিগরা’ ছবির জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন আলিয়া ভাট।
ফিল্মফেয়ারের মঞ্চে দেখা গেল কাজল, শাহরুখের রিইউনিয়ন। কালো পোশাকে দুই তারকা নাচলেন তাঁদের 'কুচ কুচ হোতা হ্যায়' এবং 'কভি খুশি কভি গম' সিনেমার আইকনিক গানের সঙ্গে। অনুষ্ঠান শেষে ৩০ বছর আগে ও পরের দু'টি ছবি পোস্ট করে সোশ্যাল মিডিয়ায় নস্টালজিক হয়ে পড়েন কাজল।
কোন বিভাগে কে পেলেন ব্ল্যাক লেডি?
সেরা অভিনেতা- অভিষেক বচ্চন (আই ওয়ান্ট টু টক), কার্তিক আরিয়ান (চান্দু চ্যাম্পিয়ন)
সেরা অভিনেত্রী- আলিয়া ভাট (জিগরা)
সেরা অভিনেতা (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- রাজকুমার রাও (শ্রীকান্ত)
সেরা অভিনেত্রী (ক্রিটিকস অ্যাওয়ার্ড)- প্রতিভা রান্তা (লাপতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেতা- রবি কিষাণ (লাপতা লেডিজ)
সেরা পার্শ্ব অভিনেত্রী- ছায়া কদম (লাপতা লেডিজ)
সেরা ছবি (ক্রিটিকস) – আই ওয়ান্ট টু টক (সুজিত সরকার)
সেরা অভিনেত্রী (ডেবিউ)- নীতাংশি গোয়েল (লাপতা লেডিজ)
সেরা অভিনেতা (ডেবিউ)- লক্ষ্য (কিল)
সেরা পরিচালক (ডেবিউ)- কুণাল খেমু (মাডগাঁও এক্সপ্রেস), আদিত্য সুহাস জাম্ভলে (আর্টিকল ৩৭০)
'লাপাতা লেডিজ' খ্যাত নীতাংশি গোয়েল হলুদ গাউনে মঞ্চে পুরস্কার নিতে ওঠার সময়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিলেন। এগিয়ে আসেন শাহরুখ। তাঁর চিরাচরিত ভঙ্গিতে অভিনেত্রীকে সামলান। এমনকী তাঁর গাউনও সামলাতে দেখা যায় শাহরুখককে। যাদেখে নেটিজেনরা বাদশায় মুগ্ধ।
সেরা কাহিনি- আদিত্য ধর ও মোনাল ঠক্কর (আর্টিকল ৩৭০)
সেরা সংলাপ- স্নেহা দেশাই (লাপতা লেডিজ)
সেরা মিউজিক অ্যালবাম- রাম সম্পাত (লাপতা লেডিজ)
সেরা লিরিক্স- প্রশান্ত পাণ্ডে (লাপতা লেডিজ)
সেরা গায়ক- অরিজিৎ সিং (লাপতা লেডিজ)
সেরা গায়িকা- মধুবন্তী বাগচি (স্ত্রী ২)
সেরা ছবি- লাপতা লেডিজ
সেরা পরিচালক- কিরণ রাও (লাপতা লেডিজ)
সেরা ব্যাকগ্রাউন্ড স্কোর- রাম সম্পাত (লাপতা লেডিজ)
সেরা সাউন্ড ডিজাইন- সুভাষ সাহু (কিল)
সেরা ভিএফএক্স- রিডিফাইন (মুঞ্জা)
সেরা কোরিওগ্রাফি- বস্কো সিজার ( ব্যাড নিউজ, তওবা তওবা)
সেরা সম্পাদনা- শিবকুমার ভি পানিকার (কিল)
সেরা পোশাক- দর্শন জালান (লাপতা লেডিজ)
সেরা প্রোডাকশন ডিজাইন- ময়ূর শর্মা (কিল)
সেরা সিনেমাটগ্রাফি- রাফে মহম্মদ (কিল)
লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড- জিনাত আমন ও শ্যাম বেনেগাল
সঙ্গীতে প্রতিভাশালীদের জন্য আর ডি বর্মন অ্যাওয়ার্ড- অচিন্ত্য ঠক্কর (জিগরা ও মিস্টার অ্যান্ড মিসেস মাহি)
'লাপাতা লেডিজ' সিনেমাটি মোট ১৩টি পুরস্কার জিতে রেকর্ড গড়ল ফিল্মফেয়ারের মঞ্চে।