মার্গীয় সঙ্গীতের নানা সন্ধ্যা এ শহর দেখেছে। প্রতি বছরই নানা জায়গায়,শহরতলিতেও বসে মার্গীয় সঙ্গীতের আসর।
এবার সরোদের প্রায় সব ঘরানার শিল্পীদের নিয়ে আয়োজন করা হচ্ছে এক সরোদ ফেস্টিভ্যালের। একটা বাদ্যযন্ত্রকে কেন্দ্র করে এমন উৎসবের আয়োজন বেশ অভিনব।
অন্নপূর্ণা দেবী ফাউন্ডেশন আগামী ২ থকে ৪ এপ্রিল জি.ডি.বিড়লা সভাঘরে আয়োজন করছে এই ফেস্টিভ্যাল।
এই অনুষ্ঠানের সহযোগিতায় রয়েছেন শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স। তিন দিনের এই উৎসবে সরোদ বাদনে প্রথম দিনে থাকবেন সিরাজ আলি খান সঙ্গে তবলায় পন্ডিত বিক্রম ঘোষ। পন্ডিত পার্থ সারথির সঙ্গে তবলায় থাকবেন সঞ্জয় অধিকারী।
দ্বিতীয় দিনে পন্ডিত প্রত্যুষ ব্যানার্জির সঙ্গে তবলায় থাকবেন পন্ডিত অভিজিত ব্যানার্জি এবং পন্ডিত বসন্ত কাবরা ও তবলায় অনুব্রত চ্যাটার্জি। এছাড়া শেষ তথা তৃতীয় দিনে থাকছেন পন্ডিত তেজেন্দ্রনারায়ণ মজুমদার, তবলায় পন্ডিত শুভঙ্কর ব্যানার্জি, পন্ডিত নরেন্দ্র নাথ ধর- তবলায় অরূপ চ্যাটার্জি।
প্রতিদিন সরোদের এই উৎসব শুরু হবে সন্ধ্যা ৬ টা থেকে। প্রবেশ অবাধ হলেও মানা হবে সকল কোভিড বিধি।