Advertisement

মনোরঞ্জন

Actress Rape: 'পরিবারকে বাঁচাতে ১৭ বছরেই কুমারীত্ব হারাই,' কাকার কুকর্ম ফাঁস করলেন অভিনেত্রী

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Jun 2022,
  • Updated 8:09 PM IST
  • 1/10

নিজের জীবনের অন্ধকার অধ্যায় প্রকাশ্যে আনলেন 'স্যাক্রেড গেমস' খ্যাত কুবরা শেঠ। নিজের বই 'ওপেন বুক'-এ সে কথা লিখেছেন অভিনেত্রী। মাত্র ১৭ বছর বয়সেই কুমারীত্ব হারিয়েছিলেন। কুকর্ম করেছিলেন তাঁর কাকাই। 
 

  • 2/10

কুবরা লিখেছেন, মাত্র ১৭ বছর বয়সেই যৌন শোষণের শিকার হয়েছিলেন। আর সেটা করেছিলেন তাঁর নিজের লোকই। তাঁর নিজের কাকাই যৌন হেনস্থা করেছিলেন কুবরাকে। সে কথা মাথায় আসলে আজও কুঁকড়ে ওঠেন। 
 

  • 3/10

ওই ঘটনা নিয়ে কুবরা লিখেছেন, বেঙ্গালুরুর একটি রেস্তরাঁয় মা-বাবা ও ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। সেখানেই ওই ব্যক্তির সঙ্গে তাঁর দেখা। তিনিই খাইয়েছিলেন।
 

  • 4/10

সেই থেকে ওই ব্যক্তি পরিবারের অংশ হয়ে ওঠেন। তাঁকে কাকা বলে ডাকতেন কুবরা। তবে কাকা ডাক পছন্দ হয়নি তাঁর। নিজেকে এক্স বলে ডাকতে বলেছিলন। এটা শুনে কুবরা ও তাঁর ভাই হেসেছিলেন। ওই ব্যক্তির ইঙ্গিত ধরতে পারেননি।    

  • 5/10

কুবরার পরিবারে আর্থিক সংকট দেখা দিয়েছিল। কাকাই সাহায্য করেছিলেন। পরে তার ফায়দা তোলেন। কুবরা ও তাঁর পরিবারের লোকজন বুঝতেই পারেননি যে মানুষকে তাঁর সম্মান দিচ্ছেন সে-ই একদিন কুকর্ম করবে। 
 

  • 6/10

অভিনেত্রীর বক্তব্য, পরিবারের সংকটের ফায়দা তুলে ওই ব্যক্তি গাড়ির মধ্যে কুকর্ম করেছিল। যে কোনও মেয়ে সেই অবস্থায় পড়লে ভয় পেয়ে যেত। কুবরা লিখেছেন,'ওই দিন আমি গাড়িতে বসেছিলাম। তখনই আমার পোশাকের ভিতরে হাত ঢুকিয়ে দিয়েছিল। কী করব ভেবে পাচ্ছিলাম না!'        
 

  • 7/10

কাকার সাহস এতটাই বেড়ে গিয়েছিল যে কুবরার মায়ের সামনেই তাঁকে চুমু খেতে শুরু করেন। এর মধ্যে কুবরার পরিবারের অবস্থাও খারাপ হতে শুরু করে। মা-বাবার মধ্যে সম্পর্কের অবনতিও হয়। বাধ্য হয়ে ওই ব্যক্তির কাছে সাহায্য চান কুবরা। 
 

  • 8/10

অবস্থার সুযোগ নিয়ে কুবরাকে একটি হোটেলে ডেকে পাঠান ওই ব্যক্তি। পরিবারকে বাঁচাতে ওই ব্যক্তির কথা মেনে নেন কুবরা। 

  • 9/10

হোটেলে গিয়ে কুবরা দেখেন, ওই ব্যক্তি তাঁর সামনেই প্যান্ট খুলে ফেলেছেন। পরিবারের জন্য নিজেকে তাঁর কাছে সঁপে দেন কুবরা। মাত্র ১৭ বছর বয়সেই হারান কুমারীত্ব। তাঁকে যৌন শোষণ করেন ওই ব্যক্তি। 

  • 10/10

কুবরা লিখেছেন, ওই ব্যক্তি বিবাহিত ছিলেন। তাঁর একটি সন্তানও ছিল। কুবরা অতীতকে স্মরণ করতে চান না। তবে সেই জখম এখনও তাঁর মনে রয়ে গিয়েছে।                 

Advertisement
Advertisement