২০২২ সাল OTT প্রেমীদের জন্য জমজমাট হতে চলেছে। এ বছরে একটি, দু'টি নয়, ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে চলেছে বহু ছবি ও সিরিজ। যে গুলি না দেখলে বড় মিস। রইল তারই তালিকা।
গেহেরাইয়া: এই তালিকায় প্রথমে রয়েছে দীপিকা পাড়ুকোনের ছবি। প্রথমবার পর্দায় আসবে সিদ্ধান্ত চতুর্বেদী এবং দীপিকা পাড়ুকোনের জুটি। ছবিটি প্রযোজনা করেছেন শকুন বাত্রা। আগামী ১১ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।
ইয়ে কালি কালি আঁখে: শ্বেতা ত্রিপাঠী, 'মির্জাপুর'-এ গোলু চরিত্রে তিনি বলিষ্ঠ অভিনযয়ের পরিচয় দিয়েছেন। এ বছর ইয়ে কালি কালি আঁখে সিরিজ নিয়ে হাজির হতে চলেছেন তিনি। শ্বেতা ত্রিপাঠির নতুন সিরিজ ১৪ জানুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে।
কৌন বনেগা শিখরবতী: নাসিরুদ্দিন শাহ, সোহা আলি খান, লারা দত্ত এবং কৃতিকা কামরা অভিনীত এই সিরিজটি ৭ জানুয়ারি Zee5 এ মুক্তি পেতে চলেছে। তাবড় তাবড় অভিনেতা, অভিনেত্রীদের নিয়ে তৈরি হয়েছে এই সিরিজ।
দ্য কাশ্মীর ফাইলস: সাধারণতন্ত্ৰ দিবসে মুক্তি পাবে অনুপম খেরের আসন্ন ছবি 'দ্য কাশ্মীর ফাইলস'। ছবিটির গল্প কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে। কাশ্মীর ইস্যুর নতুন দিক দেখতে পাবেন দর্শকেরা।
রুদ্র-দ্য এজ অফ ডার্কনেস: অজয় দেবগনের দীর্ঘ প্রতীক্ষিত সিরিজ রুদ্র অবশেষে ডিজনি + হটস্টারে মুক্তির জন্য প্রস্তুত। তবে কবে মুক্তি পাবে সিরিজটি? এর তারিখ এখনও পর্যন্ত প্রকাশ করা হয়নি।
হিউম্যান: শেফালি শাহ এবং কীর্তি কুলহারির সিরিজ হিউম্যান মুক্তি পাচ্ছে ১৪ জানুয়ারি। আপনি Disney + Hotstar-এ শেফালি শাহ এবং কীর্তি-এর নতুন সিরিজ দেখতে পাবেন। দিল্লি ক্রাইমের পর শেফালি শাহের আরও একটি শক্তিশালী চরিত্রে এই সিরিজ দেখার জন্য প্রস্তুত থাকুন।
পুষ্পা: আল্লু অর্জুনের ছবি পুষ্পার হিন্দি সংস্করণ বক্স অফিসে তোলপাড় করেছে। বক্স অফিস কালেকশনও কয়েক কোটি টাকা। পুষ্পার উন্মাদনার কাছে অনেক বলিউড, হলিউড সিনেমাই খড়কুটোর মতো উড়ে গেছে। আগামী ৭ জানুয়ারি অ্যামাজন প্রাইমে দেখতে পাবেন জনপ্রিয় ছবি পুষ্পা।