এই মুহূর্তে দেশের অন্যতম এবং ব্যস্ততম প্লেব্যাক গায়ক হলেন অরিজিৎ সিং। টলিউড থেকে বলিউড— সর্বত্রই অধিকাংশ জনপ্রিয় গানেই তাঁর কণ্ঠ।
অরিজিতের গানে মুগ্ধ দেশের লক্ষ লক্ষ শ্রোতা-দর্শক। ছবি হিট হোক বা না হোক, তাঁর গাওয়া গান লোকের মুখে মুখে ফেরে!
আরও পড়ুন: কেন দাড়ি কাটেন না? উত্তরে সবাইকে চমকে দিলেন অরিজিৎ সিং
দেশজোড়া জনপ্রিয়তা সত্ত্বেও এখনও সাদামাটা জীবনযাপনেই অভ্যস্ত অরিজিৎ সিং। হাসি মুখ, এক গাল দাড়ি, এলোমেলো চুলে দেশ-বিদেশের মঞ্চ কাঁপাচ্ছেন তিনি।
কখনও গিটার হাতে, কখনও বা কিবোর্ডে খেলে বেড়াচ্ছে তাঁর দু’হাতের আঙুল। তাঁর সুরের জাদুতে বুঁদ গোটা দেশ। কিন্তু কখনও খেয়াল করে দেখেছেন, অরিজিতের কাঁধে ঝোলানো গিটারে কী লেখা রয়েছে?
কথাবার্তা থেকে সাদামাটা জীবনযাপন— সবেতেই বাঙালিয়ানা মাখা অরিজিৎ সিংয়ের গিটারে একাধিকবার চোখে পড়েছে গোটা গোটা বাংলা হরফে লেখা একটা নাম।
কোনওটায় লেখা ঝিলিক, কোনওটায় মার্কারে লিখেছেন ‘ঝোরা’, একটায় আবার ‘মিঠি’ লেখা। সব ক’টা ক্ষেত্রেই নামগুলো লেখা রয়েছে একেবারে গোদা বাংলা হরফে।
লেখাটা দেখে মনে হয়, গিটারে মার্কার দিয়ে নিজে হাতেই যেন কোনও নাম লিখেছেন তিনি। কী নাম? অরিজিতের কাঁধে ঝোলানো গিটারে একাধিকবার হয়তো অনেকেরই চোখে পড়েছে গোটা গোটা বাংলা হরফে লেখা ‘ঝিলিক’।
কে এই ঝিলিক? গিটারে কার নাম লিখেছেন অরিজিৎ সিং? অ্যাকোয়াস্টিক গিটারে ‘ঝিলিক’ দেওয়া এই নাম কার? অরিজিতের স্ত্রীর নাম তো কোয়েল। তাহলে গিটারে ‘ঝিলিক’ লেখা কেন?
আসলে শুধু ‘ঝিলিক’ই নয়, অরিজিৎ সিংয়ের একেকটা গটারে এমন আরও দু’-একটা নাম লেখা রয়েছে, যা একাধিক অনুষ্ঠানে, গানের মঞ্চে, জলসায় ধরা পড়েছে শ্রোতা-দর্শকদের চোখে।
কোনওটায় লেখা ঝিলিক, কোনওটায় মার্কারে লিখেছেন ‘ঝোরা’, একটায় আবার ‘মিঠি’ লেখা। সব ক’টা ক্ষেত্রেই নামগুলো লেখা রয়েছে একেবারে গোদা বাংলা হরফে।
আসলে শিল্পী তাঁর একেকটা গিটারের আলাদা আলাদা নাম রেখেছেন। ঝিলিক, ঝোরা, মিঠি— একেকটা অ্যাকোয়াস্টিক গিটারের একেক নাম।
গিটারের এই নামকরণের পিছনে বিশেষ কোনও কারণ আছে কী? এর উত্তর অবশ্য অরিজিৎ সিং ছাড়া কেউ দিতে পারবেন না। তবে গিটারের নামেও তাঁর বাঙালিয়ানা নজর কেড়েছে অনেক শ্রোতা-দর্শকের।
ছবি অরিজিৎ সিংয়ের ফেসবুজ পেজ থেকে সংগৃহীত।