গত শতাব্দীর ৯-এর দশকে বাংলা গানের প্রচলিত ধারাকে ভেঙে নতুন এক ধারার প্রচলন করেছিলেন এক যুবক। সঙ্গীতের সেই নতুন ধারার পোশাকি নাম হয়েছিল জীবনমুখী গান (Jibon Mukhi Gan)।
আর যাঁর হাত ধরে নতুন এই সঙ্গীতের জন্ম, তিনি নচিকেতা চক্রবর্তী (Nachiketa Chakraborty)।
'এই বেশ ভাল আছি' অ্যালবাম থেকেই রাতারাতি বাংলা গানের শ্রোতা-দর্শকদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছিলেন তিনি।
তারপর থেকে শুধুই এগিয়ে যাওয়া। একের পর এক অ্যালবাম, সিনেমা-সিরিয়াল গান গাওয়া, এমনকী বলিউডে পর্যন্ত নিজের ছাপ রেখেছেন তিনি।
আর সেই নচিকেতাই এবার নতুনভাবে, নতুন সুরে। প্রথমবারের জন্য শ্যামাসঙ্গীত (Shyama Sangeet) গাইছেন নচিকেতা চক্রবর্তী। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)
গানের নাম 'তোকে শ্যামা' (Toke Shyama)। গানটি লিখেছেন গোবিন্দ প্রামাণিক এবং সুর বেঁধেছেন আরও এক শিল্পী রাজকুমার রায়। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)
সোমবার শহর কলকাতার লেকটাউন এলাকার একটি স্টুডিওতে রেকর্ড হল গানটি।
এই গানটি তাঁর কাছে বেশ চ্যালেঞ্জিং বলেই জানালেন নচিকেতা নিজে।
অপর দিকে গানের সুরকার রাজকুমার রায় (Rajkumar Roy) জানাচ্ছেন, নচিকেতা চক্রবর্তী তাঁর সুরে শ্যামাসঙ্গীত গাইছেন, এটা তাঁর নিজের কাছেও একটা বিরাট পাওনা। (গান রেকর্ডিং-এর মুহূর্ত)
আপাতত হৈ হৈ করে হয়ে গেল গানের রেকর্ডিং। এখন শিল্পীর নতুন এই গান শোনার অপেক্ষায় তাঁর ভক্তরা।