গ্ল্যামার দুনিয়া বড়ই আজব। কখন যে কার উত্থান হয়, কখন কার পতন! বহু সেলেব্রিটি আছেন, যাঁরা গ্ল্যামার দুনিয়ার হাতছানিতে মডেলিং, অভিনয় জগতে পা রেখেছিলেন, পরে মোহ ত্যাগ করেছেন।
অনেক নায়িকার হঠাত্ জনপ্রিয়তা দেখা গিয়েছে, তারপর গায়েব সিনেমা দুনিয়ায়। কেউ কেউ আবার আধ্যাত্মিকতায় খুঁজে পেয়েছেন শান্তি। তেমনই এক নায়িকা প্রিয়াঙ্কা পান্ডে। ভোজপুরী ছবির সেই খোলামেলা প্রিয়াঙ্কা এখন কৃষ্ণপ্রেমে ডুব দিয়েছে সন্ন্যাসিনী হয়ে গিয়েছেন।
একসময় ছিলেন সুপারহিট, একের পর এক সিনেমায় অভিনয় করেছেন। কিন্তু আজ তিনি আর সিনেমার পর্দায় নেই। এখন তিনি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত এবং সম্প্রতি গোপনে বিয়ে করেও চমকে দিয়েছেন ভক্তদের।
প্রিয়াঙ্কা পন্ডিতের জন্ম উত্তরপ্রদেশের জৌনপুরে। খুব অল্প বয়সেই তিনি ভোজপুরী সিনেমায় অভিনয় শুরু করেন। ধীরে ধীরে জনপ্রিয়তা পান। শুধু জনপ্রিয়তা নয়, জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান।
৫০টির বেশি ভোজপুরী সিনেমায় অভিনয় করেছেন। অভিনয় করেছেন খেসারি লাল যাদব, পবন সিং,রিতেশ পান্ডের মতো বড় তারকাদের সঙ্গে। দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন নিজের কাজ দিয়ে।
কিন্তু হঠাৎ করেই বদলে যায় তাঁর জীবন। একটি ফেক MMS ভিডিও ভাইরাল হয়ে যায়, যেখানে দাবি করা হয়েছিল, ভিডিওতে থাকা মহিলা প্রিয়াঙ্কা। যদিও প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভিডিওটি ভুয়ো, তবুও এই ঘটনার পর তাঁকে আর আগের মতো কাজ দেওয়া হচ্ছিল না। ধীরে ধীরে তিনি সিনেমার জগৎ থেকে দূরে সরে যান।
সম্প্রতি প্রিয়াঙ্কা ইনস্টাগ্রামে নিজের বিয়ের ছবি পোস্ট করেন। এই ছবি দেখে অনেকেই চমকে যান, কারণ তিনি বিয়ের আগে কোনও ঘোষণা করেননি। এই বিয়ের ছবিগুলির সঙ্গে তিনি ‘হরি সেবক’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যাগ করেন। মনে করা হচ্ছে, এই অ্যাকাউন্ট তাঁর স্বামীর। তবে এখনও পর্যন্ত তিনি স্বামীর মুখ বা পরিচয় প্রকাশ করেননি।
বর্তমানে প্রিয়াঙ্কা একটি শান্ত, আধ্যাত্মিক জীবন কাটাচ্ছেন। তিনি নিয়মিত ভক্তিমূলক অনুষ্ঠানে যোগ দেন, কৃষ্ণ নাম করেন, এবং নিজের সংসার জীবন নিয়েও ব্যস্ত। তাঁর ভক্তরা এখনও তাঁকে ভালোবাসেন, সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আপনি আমাদের হৃদয়ে রয়েছেন।' অনেকে আবার তাঁর ফিরে আসার অপেক্ষাও করছেন।
একদা গ্ল্যামার জগতে রাজ করা প্রিয়াঙ্কা পণ্ডিত আজ সাদামাটা জীবন বেছে নিয়েছেন। বিতর্ক তাঁকে ভেঙে দেয়নি, বরং ভক্তির পথ ধরে তিনি খুঁজে পেয়েছেন শান্তি ও নতুন জীবন।