Advertisement

মনোরঞ্জন

৮ মাস মুখে খাবার তুলতে পারেননি পাকিস্তানের এই সুন্দরী, কেন জানেন ?

Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 30 Nov 2021,
  • Updated 9:33 PM IST
  • 1/8

অভিনেত্রী মশল খান বিখ্যাত পাকিস্তানি টেলিভিশন সিরিয়াল 'সুনো চন্দা'-র জন্য সুপরিচিত। পাকিস্তানের এই উঠতি অভিনেত্রী সুনো চন্দা সিরিয়ালটিকে জনপ্রিয়তার আলাদা মাত্রা দিয়েছে। সম্প্রতি, একটি সাক্ষাৎকারে সেটে তাঁর সঙ্গে হওয়া অত্যাচার নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী।
 

  • 2/8

একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে বিস্ফোরক তথ্য ফাঁস করেন। তিনি বলেন- "সত্যি বলছি, সুনো চন্দার সেটে আমাকে খারাপ কথা বলা হত। প্রথমে আমি বুঝতে পারিনি কারণ আমি ছোটবেলা থেকেই হয়রানির শিকার। তাই আমি ভেবেছি আমাকে এখনও একইভাবে অপমান করা হচ্ছে। অনেকবার এভাবে হয়রানির পর আমার প্যানিক অ্যাটাক হয়।"
 

  • 3/8

"সিনিয়র অভিনেতা মহম্মদ আহমেদ একমাত্র ব্যক্তি যিনি আমার পাশে দাঁড়িয়েছিলেন। তিনি একজন দেবদূত।  এটা সত্যি কেউ নিজেকে ঝামেলায় ফেলতে চায় না, তাহলে কেন কেউ আমার হয়ে কথা বলবে। কেউ আমাকে চিনত না তখন, তবে কীভাবে পাশে দাঁড়াবে।"
 

  • 4/8

সাক্ষাৎকারে অভিনেত্রী আরও জানান, একবার এই সমস্যা থেকে মুক্তি পেতে ছয় থেকে আট মাস প্রায় কিছু না খেয়ে কাটাচ্ছিলেন, বিশেষ কিছু অনুষ্ঠানে এক বা দুই কামড় খেতেন।
 

  • 5/8

সেটে নিয়মিত উত্যক্ত করা হত তাঁকে। সুনো চন্দা সিরিয়াল শেষের পরই eating disorder দেখা দেয়। কারণ, তিনি কোনওভাবেই নিজের ওজন বাড়াতে চাননি। তাই রোগ শরীরে দানা বাঁধতে শুরু করে।
 

  • 6/8

সুনো চন্দাতে কিঞ্জা চরিত্রে জনপ্রিয়তা পান মশল খান। এর পরে তিনি 'মেরে হামদম' শো'তে অভিনয় শুরু করেন। মশলের অভিনয়ের তালিকায় রয়েছে স্পেশাল, সুনো চন্দা ২, লিটল হক, ধোয়া, দুলহান, খোয়াব নগর কি শেহজাদীর মতো ধারাবাহিক।
 

  • 7/8

অভিনেত্রী ২০১৭ সালে অভিনেতা আলী আনসারির সঙ্গে বাগদান করেছিলেন। কিন্তু তিন বছর পর ২০২০ সালে দু'জনেই বাগদান ভেঙ্গে সম্পর্কের ইতি টানেন।
 

  • 8/8

(ছবি: মশল খান ইনস্টাগ্রাম)
 

Advertisement
Advertisement